E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সাতক্ষীরায় গোয়েন্দা পুলিশ সেজে ছিনতাইয়ের প্রস্তুতি, আটক ৫

২০২২ ফেব্রুয়ারি ১৯ ১৮:৩৭:১৬
সাতক্ষীরায় গোয়েন্দা পুলিশ সেজে ছিনতাইয়ের প্রস্তুতি, আটক ৫

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সাতক্ষীরা-খুলনা মহাসড়কের পাটকেলঘাটায় ডিবি পুলিশ সেঁজে ছিনতাইয়ের প্রস্তুতিকালে ৫জনকে আটক করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় পাটকেলঘাটা হারুণ-অব-রশিদ মহাবিদ্যালয়ের সামনে থেকে র‌্যাব তাদেরকে আটক করে। এসময় তাদের কাছ থেকে খেলনা পিস্তল,অকিটকি সেট, গোয়েন্দা পুলিশের  পোশাক ও হ্যান্ডক্যাপসহ বিভিন্ন সরঞ্জামাদি জব্দ করা হয়। আটক মোস্তফা বিশ্বাস (৪৬), সুজন শীল (২৯), শরীফুল ইসলাম (৪২), মোশারফ হোসেন (৪০) ও মাহবুবুর রহমান (২৭) যশোর জেলার বাসিন্দা। তদন্তের স্বার্থে তাদের পূর্ণ পরিচয় প্রকাশ করেনি র‌্যাব।

র‌্যাব সাতক্ষীরা ক্যাম্পের স্কোয়াড্রন লিডার ইশতিয়াক আহমেদ জানান,আসামীরা দীর্ঘদিন গোয়েন্দা পুলিশ পরিচয়ে সড়ক-মহাসড়কে ছিনতাই করে আসছিল। এরই ধারাবাহিকতায় তারা শুক্রবার সন্ধ্যায় সাতক্ষীরা-খুলনা মহাসড়কের পাটকেলঘাটা হারুণ-অর-রশিদ কলেজের পাশে অবস্থান নেয়। গোপন সংবাদে জানতে পেরে সেখানে র‌্যাব সদস্যরা অভিযান চালান। এসময় তাদেরকে আটক করা হয়। আর জব্দ করা হয়, ১টি প্রাইভেটকার,১টি মোটরসাইকেল,১টি খেলনা পিস্তল,২টি পিস্তলের কভার,১টি অকিটকি সেট,২টি ডিবি পুলিশের কটি,২টি হ্যান্ডক্যাপ,২টি পুলিশ ফিল্ডক্যাপ,১টি পুলিশ বেল্ট,১টি গোয়েন্দা পুলিশের ভূয়া আইডিকার্ড ও ১টি পিস্তল বাঁধার চেইন।

ইশতিয়াক আহমেদ আরও জানান, খুলনা,বাগেরহাট ও সাতক্ষীরায় এই চক্রের রয়েছে বিশাল নেটওয়ার্ক। গোয়েন্দা পুলিশ যেসকল পোশাক ও সরঞ্জামাদি ব্যবহার করে,আটককৃতরাও একই ধরণের পোশাক ও সরঞ্জামাদি ব্যবহার করে। যা দেখে সাধারণ মানুষ বিভ্রান্ত হন এবং অসহায় হয়ে পড়েন। আটককৃত আসামীদের বিরুদ্ধে মামলা দিয়ে পাটকেলঘাটা থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান এই র‌্যাব কর্মকর্তা।

প্রসঙ্গত: সাতক্ষীরার বিভিন্ন এলাকায় প্রতিনিয়ত ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীদের নিকট থেকে টাকা ছিনতাইসহ বিভিন্ন অপকর্ম হচ্ছে। গত ৬ ফেব্রুয়ারি বাই-পাস সড়কে সাতক্ষীরা সদর উপজেলার কাশেমপুর গ্রামের মোনতেছ আলীর ছেলে আবুল জলিল নামের এক হাঁস-মুরগী ব্যবসায়ীর ৩৪ হাজার টাকা ছিনতাই হয়। এরআগে কাশেমপুর বাইপাস সড়কে এক মাছ ব্যবসায়ীর ভ্যান গতিরোধ করে তার কাছ থেকে টাকা ছিনতাই করে নেয় চক্রটি।

চলতি বছরের ২৩ জানুয়ারি সাতক্ষীরা-কালিগঞ্জ সড়কের আলিপুর নামকস্থানে সাদা পোশাকধারী ডিবি পুলিশ পরিচয় দিয়ে সদর উপজেলার কাশেমপুর গ্রামের মৃত মিয়ারাজ মল্লিকের ছেলে ছাগল ব্যবসায়ী রফিকুল মল্লিকের কাছ থেকে টাকা ছিনতাই হয়। চলতি বছরের প্রথম দিকে কাশেমপুর দক্ষিণ বাইপাস সড়ক মোড়স্থ পলাশের ভাজা দোকানের সামনে থেকে নেভিকালার প্রাইভেটকারে সাদা পোশাকধারী অজ্ঞাত ৪জন ব্যক্তি ডিবি পুলিশ পরিচয় দিয়ে এক মোটরসাইকেল আরোহীর কাছ থেকে দেড় লাখ টাকা ছিনতাই করে। তার কিছুদিন পর একই মোড় থেকে ডিবি পুলিশ পরিচয় দিয়ে আরেক মোটরসাইকেল আরোহী কাছ থেকে টাকা ছিনতাই করে নেয় বলে স্থানীয় সূত্রে জানা যায়।

এরআগে ২০২১ সালের ১২ডিসেম্বর পারুলিয়া গরুহাট থেকে গোদাঘাটা এলাকার গরু ব্যবসায়ী মোকসেদ মোল্যার ছেলে মিজানুর রহমান গরু বিক্রি করে ইজিবাইকে বাড়ি ফেরার পথে বাবুলিয়া জোনাব আলির বাড়ি সামনে থেকে তাকে নামিয়ে নিয়ে তার দুই হাতে হান্ডক্যাপ পরিয়ে ছয়ঘরিয়া এলাকায় নিয়ে মিজানুর রহমানের কাছ থেকে এক লাখ ৪২ হাজার টাকা ছিনতাই করে। এরআগে বাইপাস সড়কের কামালনগর মোড়স্থ নামস্থান থেকে মোটরসাইকেল যোগে এসে ডিবি পুলিশ পরিচয় দিয়ে লস্কর পেট্রোল পাম্পের এক ম্যানেজারের কাছ থেকে টাকা ছিনতাই করে নেয় বলে সূত্রে জানা যায়। একর পর এক ছিনতাইয়ের ঘটনায় পুলিশ, র‌্যাব ও গোয়েন্দা সংস্থার সদস্যরা তৎপরতা বৃদ্ধি করে। সাতক্ষীরা শহরসহ গুরুত্বপূর্ণ এলাকায় টহল দেয় আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

র‌্যাব সূত্রে জানা যায়, এই চক্রটি দীর্ঘদিন ধরে সাতক্ষীরার বিভিন্ন জায়গায় ছিনতাই কাজে জড়িত থাকতে পারে।

(আরকে/এএস/ফেব্রুয়ারি ১৯, ২০২২)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test