E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

'ড্রেজার দিয়ে বালু উত্তোলন করবই, পারলে ঠেকান'

২০২২ ফেব্রুয়ারি ২০ ১৩:৩২:০৪
'ড্রেজার দিয়ে বালু উত্তোলন করবই, পারলে ঠেকান'

রাজন্য রুহানি, জামালপুর : প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে জামালপুরের মেলান্দহ উপজেলার জিনাই ব্রিজ ব্রহ্মপুত্র নদীতে ড্রেজার মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন চলছে।

এতে হুমকির মুখে পড়ছে নদীর তীরবর্তী গ্রামের শত বিঘা ফসলি জমি। বালু উত্তোলন অব্যাহত থাকলে যে কোনো সময় আশপাশের আরও অনেক ফসলি জমি ধসে যেতে পারে এমন আশংকার কথা জানিয়েছেন ওই গ্রামের ভুক্তভোগীরা।

সরেজমিন গিয়ে দেখা যায়, জিয়া নামে এক ব্যক্তি আওয়ামী লীগের নাম ভাঙিয়ে বালু উত্তোলন করছেন। অবৈধভাবে বালু উত্তোলন প্রসঙ্গে তিনি বলেন, 'প্রশাসনের সাথে কথা বলে এখান থেকে বালু উত্তোলন করা হচ্ছে। আমাদের জমি থেকে বালু উত্তোলন করছি। কাউকে কোনো কিছু বলতে হবে না। ড্রেজার দিয়ে বালু উত্তোলন করবই, পারলে ঠেকান।'

আওয়ামী লীগের নেতা পরিচয় দেওয়া জিয়া উপজেলার চরপলিশা গ্রামের টগু মন্ডলের ছেলে।

ভুক্তভোগীরা জানায়, উত্তোলনকারীরা প্রভাবশালী হওয়ায় আইনের তোয়াক্কা না করে জোরপূর্বক নদীতে ড্রেজার মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করছে। এতে আমাদের আবাদি জমি ও ঘরবাড়ি ধসে যাচ্ছে। প্রতিবাদ করতে গেলে তারা নানা হুমকি-ধামকি দিচ্ছে।

এ বিষয়ে মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, বিষয়টি আমার জানা নেই। এ বিষয়ে অভিযোগ পাইনি। তবে কেউ যদি অবৈধভাবে বালু উত্তোলন করে থাকে তাহলে তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

(আরআর/এএস/ফেব্রুয়ারি ২০, ২০২২)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test