E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রাস্তায় আলু ফেলে চাষি ও ব্যবসায়ীদের মানববন্ধন ঠাকুরগাঁওয়ে 

২০২২ ফেব্রুয়ারি ২০ ১৫:৪১:৩৩
রাস্তায় আলু ফেলে চাষি ও ব্যবসায়ীদের মানববন্ধন ঠাকুরগাঁওয়ে 

ঠাকুরগাঁও প্রতিনিধি : আলু সংরক্ষণে কোল্ড স্টোর গুলোতে বস্তা প্রতি ভাড়া বৃদ্ধি করার প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে সড়গ৯তকে আলু ফেলে মানববন্ধন কর্মসুচি পালন করেছে আলু চাষি ও ব্যবসায়ীরা। 

রবিবার সকালে শহরের চৌরাস্তায় ঘন্টাব্যাপী এ কর্মসুচি পালন করে তারা। এ সময় বক্তব্য দেন জেলা আলু চাষি ও ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি রমজান আলী, সাধারণ সম্পাদক হাসিবুল ইসলাম।

বক্তারা বলেন, গেল বছর ৭০ কেজি আলুর বস্তায় ভাড়া ছিল ২৫০টাকা। এবছর হিমাগার মালিকরা ৫০ কেজির বস্তায় ভাড়া বাড়িয়ে নির্ধারণ করেছে ২৬০ টাকা। এতে ক্ষতির মুখে পরেছে আলু চাষি ও ব্যবসায়ীরা। অবিলম্বে এই ভাড়া প্রত্যাহারের দাবি জানান এবং তা না হলে বৃহৎ আন্দোলনের হুশিয়ারী দেন বক্তারা। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কাছে স্মারক লিপি দেন কৃষক ও ব্যবসায়ী প্রতিনিধিরা।

(আই/এসপি/ফেব্রুয়ারি ২০, ২০২২)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test