E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সাতক্ষীরায় ডিজিটাল নিরাপত্তা আইনে আটক জহুরুল হক ও আব্দুর রহমানের মুক্তির দাবিতে মানববন্ধন 

২০২২ ফেব্রুয়ারি ২০ ১৬:৩৯:১১
সাতক্ষীরায় ডিজিটাল নিরাপত্তা আইনে আটক জহুরুল হক ও আব্দুর রহমানের মুক্তির দাবিতে মানববন্ধন 

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : পাটকেলঘাটা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক জহুরুল হক ও  আওয়ামী লীগ কর্মী শেখ আব্দুর রহমানকে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতারের তীব্র নিন্দা, প্রতিবাদ ও নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন সাতক্ষীরার সাংবাদিক মহল। এই দাবিতে রবিবার সকাল ১০টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে ও দুপুর ১২টায় শহীদ আলাউদ্দিন চত্ত্বরে অনুষ্ঠিত হয় পৃথক মানববন্ধন। 

সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে প্রেসক্লাব আয়োজিত মানববন্ধন কর্মসুচিতে বক্তব্য দেন প্রেসক্লাব সভাপতি মমতাজ আহম্মেদ বাপ্পি, প্রথম আলোর স্টাফ রিপোর্টার কল্যাণ ব্যাণার্জী, এটিএন বাংলার এম কামরুজ্জামান, সাংবাদিক অসীম বরণ চক্রবর্তী, সাংবাদিক মনিরুল ইসলাম মনি, আকরামুল হোসেন প্রমুখ।

অপরদিকে শহরের শহীদ আলাউদ্দিন চত্ত্বরে সাংবাদিক ঐক্য আয়োজিত মানববন্ধনে বক্তব্য দেন সংগঠণের আহবায়ক সুভাষ চৌধুরী, সাংবাদিক আবু আহম্মেদ, অধ্যাপক আনিসুর রহিম, চ্যানেল আই এর অ্যাড. আবুল কালাম আজাদ, আরটিভি’র রাম কৃষ্ণ চক্রবর্তী , দীপ্তটিভির সাংবাদিক রঘুনাথ খাঁ, দেশ টিভির শরিফুল্লাহ কায়সার সুমন, ইনডিপিনডেণ্ট টিভির আবুল কাশেম, ডিবিসির এম জিল্লুর রহমান, মোহনা টিভির আব্দুল জলিল প্রমুখ।

বক্তারা বলেন, পুলিশের হাতে নির্যাতিত আওয়ামী লীগ কর্মী শেখ আব্দুর রহমানকে যুবলীগ অফিস থেকে পুলিশ ধরে নিয়ে যায় বৃহষ্পতিবার সন্ধ্য্য়া। এর পরপরই রহমানকে গ্রেপ্তারের কারণ জানতে পাটকেলঘাটা থানায় গেলে ঢাকার দৈনিক ভোরের পাতা পত্রিকার স্থানীয় সাংবাদিক ও পাটকেলঘাটা প্রেসক্লাবের সভাপতি জহুরুল হককে গ্রেফতার করে পুলিশ। পরের দিন আব্দুর রহমান ও সাংবাদিক জহুরুলকে সদর থানায় গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক আরিফুর রহমানকে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার দেখিলে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।

গ্রেপ্তারকৃত আব্দুর রহমানের সঙ্গে আদালত চত্বরে কথা বলে জানা যায় বদলী হওয়া তালা সার্কেলের সহকারি পুলিশ সুপার হুমায়ুন কবীর তার ও তার দু’ ছেলে অঅবু রায়হান ও আবু রানার বিুরদ্ধে বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দিয়ে নির্যাতনের ঘটনায় প্রতিকার চেয়ে প্রধানমন্ত্রীসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ করায় তাকে ১৭ ফেব্র“য়ারি বৃহষ্পতিবার পরিকল্পিতভাবে গ্রেপ্তার করা হয়েছে।

সাংবাদিক জহুরুল হক জানান, সাতক্ষীরার পাটকেলঘাটা সার্কেলের এএসপি পদমর্যাদার একজন কর্মকর্তার বদলির পর সেখানকার জনগন মিষ্টি বিতরন করে উল্লাস করে। এ নিয়ে ফেসবুকে লেখালেখির জের ধরে বৃহষ্পতিবার রাত ৮টার দিকে থানায় গেলে তাকেও গ্রেপ্তার করে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় চালান দেওয়া হয়।

ডিজিটাল নিরাপত্তা আইন মুক্ত মন ও বাকস্বাধীনতা কেড়ে নিচ্ছে উল্লেখ করে এর প্রতিবাদ জানিয়ে মানববন্ধনে সাংবাদিক নেতারা বলেন, সরকার এ ধরনের মামলা হলেই তড়িঘড়ি করে গ্রেফতার না করার কথা জানালেও সাতক্ষীরার স্থানীয় প্রশাসন তা না মেনে তাকে গ্রেফতার করে পরে মামলা দিয়েছে। অবিলম্বে এই সাংবাদিক ও আব্দুর রহমানের নিঃশর্ত মুক্তি এবং ডিজিটাল নিরাপত্তা আইনের বিশেষ কিছু ধারা প্রত্যাহারের দাবি জানান তারা।

(আরকে/এসপি/ফেব্রুয়ারি ২০, ২০২২)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test