E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ভৈরবে নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান ও সদস্যদের সাথে নাজমুল হাসান এমপির মতবিনিময় ও পরিচিতি সভা

২০২২ ফেব্রুয়ারি ২০ ১৭:৩১:১৪
ভৈরবে নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান ও সদস্যদের সাথে নাজমুল হাসান এমপির মতবিনিময় ও পরিচিতি সভা

মিলাদ হোসেন অপু, ভৈরব : কিশোরগঞ্জের ভৈরবে ইউনিয়ন পরিষদে নবনির্বাচিত চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যদের মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। 

আজ রবিবার দুপুর দেড় টায় উপজেলা বঙ্গবন্ধু হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাদিকুর রহমান সুবজ এর সভাপতিত্বে এ মতবিনিময় ও পরিচিতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি আলহাজ্ব নাজমুল হাসান পাপন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ভৈরব পৌর মেয়র আলহাজ্ব মো. ইফতেখার হোসেন বেনু, ভৈরব থানা অফিসার ইনচার্জ মো. গোলাম মোস্তফা, ভৈরব উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু, সহ-সভাপতি জাকির হোসেন কাজল, সাবেক সাধারণ সম্পাদক আবুল মনসুর, ভৈরব চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি সভাপতি আলহাজ্ব হুমায়ুন কবির, ভৈরব প্রেসক্লাব সভাপতি অধ্যাপক শামসুজ্জামান বাচ্চু, সাবেক রাষ্ট্রপতি আলহাজ্ব জিল্লুর রহমানের একান্ত সচিব সাখাওয়াত উল্লাহ, পৌর আওয়ামী লীগ সভাপতি এসএম বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ প্রমুখ।

পরিচিতি সভায় ভৈরব উপজেলার ৭ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের মধ্যে ৬ জন উপস্থিত ছিলেন। এর মধ্যে সাদেকপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সরকার শেফায়েত উল্লাহ শপথ গ্রহণের পর মামলা জনিত কারণে ডিবি পুলিশের হাতে আটক হওয়ায় বর্তমানে তিনি জেল হাজতে আছেন। বাকী ৬ জনের মধ্যে আগানগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবির, কালিকাপ্রসাদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. লিটন মিয়া, শিমুলকান্দি ইউপি চেয়ারম্যান মো. মিজানুর রহমান ভূইয়া রিপন, শিবপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম, গজারিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. শাহরিয়ার, শ্রীনগর ইউপি চেয়ারম্যান হারুন অর রশিদ। পরিচিতি সভা শেষে নব-নির্বাচিত চেয়ারম্যানগণ মাননীয় এমপি মহোদয়ের হাতে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

আলোচনা সভায় নাজমুল হাসান পাপন বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকার উন্নয়নের সরকার। ভৈরবের সার্বিক উন্নয়নে নব-নির্বাচিত চেয়ারম্যানদের সকল ধরণের সহযোগিতা করার আশ্বাস দেন। এ সময় তিনি সকল ইউপি চেয়ারম্যান ও সাধারণ সদস্যদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানটির সার্বিক সঞ্চালনায় ছিলেন, ভৈরব উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জুলহাসান হোসেন সৌরভ।

(এম/এসপি/ফেব্রুয়ারি ২০, ২০২২)

পাঠকের মতামত:

২০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test