E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বরিশালে টিআইবির মানববন্ধন

২০১৪ সেপ্টেম্বর ২৩ ১১:৩০:৫৩
বরিশালে টিআইবির মানববন্ধন

বরিশাল প্রতিনিধি: জলবায়ু তহবিল ব্যাবহারে চাই স্বচ্ছতা ও জবাবদিহিতা এই শ্লোগান নিয়ে বরিশালে মানবন্ধন করেছে সচেতন নাগরিক কমিটি (সনাক)। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের আয়োজনে মঙ্গলবার সকাল দশটায় অশ্বিনী কুমার হলের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এখানে বক্তারা বলেন, আজ নিউইয়র্কে জাতিসংঘ মহাসচিবের উদ্যোগে ক্লাইমেট সামিট অনুষ্ঠিত হচ্ছে। যেখানে ১২৫ টি দেশের রাষ্ট্র প্রধান থেকে প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। তাই আমরা বলতে চাই কারো অনুগ্রহ নয়; আমাদের দেশকে জলবায়ুর বিরূপ প্রভাব থেকে রক্ষা করতে সমন্বিত ব্যাবস্থা গ্রহণ করতে হবে। টেকসই উন্নয়নের জন্য আর নাগরিকদের টিকে থাকার কথা চিন্তা করেই বাংলাদেশের জন্য কার্যকর পদক্ষেপ নেওয়ার আহবান করেন বক্তারা।
সচেতন নাগরিক কমিটির সভাপতি প্রফেসর এম মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে এখানে বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা আক্কাস হোসেন, সনাক সদস্য শুভঙ্কর চক্রবর্তী, স্বজন সদস্য ডা. সৈয়দ হাবিবুর রহমান, জাহানারা বেগম স্বপ্না, টিআইবির কর্মকর্তা আমিনুল ইসলামসহ অন্যরা ।

(বিএস/এসসি/সেপ্টেম্বর২৩,২০১৪)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test