E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রাজারহাটে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

২০২২ ফেব্রুয়ারি ২১ ১৮:১৭:২৬
রাজারহাটে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

রাজারহাট প্রতিনিধি : কুড়িগ্রামের রাজারহাট উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় সোমবার (২১ ফেব্রুয়ারি) মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।

প্রথম প্রহর রাত ১২টা ১ মিনিটে উপজেলা পরিষদ চত্বরে শহীদ মিনারে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, থানা পুলিশ, বীর মুক্তিযোদ্ধা, উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনসমূহ, জাতীয় পার্টি, রাজারহাট স্বাস্থ্য কমপ্লেক্স, সরকারিমীর ইসমাইল হোসেন কলেজ, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, রাজারহাট পাইলট উচ্চ বিদ্যালয়, উপজেলা স্কাউটস্, প্রেসক্লাব রাজারহাট, চাকিরপশার ইউনিয়ন পরিষদসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পার্ঘ অর্পণ করা হয়।

সকাল ১১টায় উপজেলা নির্বাহী অফিসার নূরে তাসনিমের সভাপতিত্বে উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের তাৎপর্য তুলে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়ার্দ্দী বাপ্পি। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) আকলিমা বেগম, থানার অফিসার ইনচার্জ মো: রাজু সরকার, উপজেলা কৃষি অফিসার সম্পা আকতার, শিক্ষা অফিসার মো: নজরুল ইসলাম, ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম প্রমুখ। বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

(পিএস/এসপি/ফেব্রুয়ারি ২১, ২০২২)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test