E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মেঘনায় ৫ অক্টোবর থেকে ১১ দিন ইলিশ ধরা নিষিদ্ধ

২০১৪ সেপ্টেম্বর ২৩ ১৪:৪২:২৬
মেঘনায় ৫ অক্টোবর থেকে ১১ দিন ইলিশ ধরা নিষিদ্ধ

লক্ষ্মীপুর প্রতিনিধি : মেঘনা নদীতে ইলিশের ভরা প্রজনন মৌসুমে ৫ থেকে ১৫ অক্টোবর পর্যন্ত ১১ দিনের ইলিশ মাছ ধরা নিষিদ্ধ থাকবে। স্থানীয় প্রশাসন মাছ ধরা প্রতিরোধে বেশ কিছু প্রস্তুতি নিয়েছেন। তবে বিগত বছরগুলোর মতো নিষেধাজ্ঞাকে অমান্য করে সরকার দল সমর্থিত কিছু অসাধু জেলেরা এবারও নদীতে মাছ ধরতে পারে বলে আশংকা করছেন সাধারন জেলেরা।

মৎস্য অধিদপ্তর সূত্রে জানা যায়, ইলিশ মাছের নিশ্চিত প্রজননের লক্ষ্যে চাঁদপুরের মেঘনার ষাটনল থেকে রামগতি পর্যন্ত ১’শ কিলোমিটার নদী এলাকা প্রজনন ক্ষেত্র হিসেবে চিহ্নিত করা হয়। এ এলাকায় আগামী ৫ হতে ১৫ অক্টোবর পুণিমায় ভরা প্রজনন মৌসুমে ইলিশ আহরণ, পরিবহণ, বাজারজাতকরণ, বিক্রয় ও মজুদ সরকারী নির্দেষে সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। এ আইন অমান্যকারীদের ১ বছর থেকে ২ বছরের সশ্রম কারাদন্ড বা ৫ হাজার টাকা জরিমানা বা উভয় দন্ডে দন্ডিত করা হবে। বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেয়া হয়েছে। এছাড়াও মা ইলিশ শিকার বন্ধে জেলেদের সচেতনতা সৃষ্টিতে সভা, মাইকিং, প্রামাণ্য চিত্র প্রদর্শন, লিফলেট বিতরণ করা হচ্ছে। তাছাড়া আড়তগুলো সিলগালা ও বরফ কলে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করার ব্যবস্থা নেয়া হবে বলেও জানা য়ায়।

জেলে নেয়ামত হোসেন ও করিম উদ্দিন জানান, নিষেধাজ্ঞাকালীন সময়ে সাধারন জেলেরা নদীতে মাছ ধরতে সাহস পায়না। সরকার দল সমর্থিত প্রভাবশালী ইঞ্জিন নৌকার মালিক, মাছের আড়তদার ও জেলেরা নিষেধাজ্ঞা অমান্য করে গত বছর নদীতে অবাধে ইলিশ ধরেছে। এবারও ওইসব প্রভাবশালী জেলেরা নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে মাছ ধরতে পারে। এজন্য ইতিমধ্যে তারা বেশ প্রস্তুতিও নিয়েছে।

যোগাযোগ করা হলে রায়পুর উপজেলা মৎস্য কর্মকর্তা আসাদুজ্জামান আসাদ বলেন, নিষেধাজ্ঞাকালীন এ ১১ দিন নদীতে ইলিশ ধরা রোধে প্রশাসন তৎপর রয়েছে। ইতিমধ্যে মেঘনা নদী এলাকায় জেলে, জনপ্রতিনিধি ও সুধিজনকে নিয়ে একটি সচেতনমূলক সভা করারও প্রস্তুতি নেয়ায় হয়েছে। এছাড়াও মা ইলিশ সংরক্ষণ কার্যক্রম সকল বাস্তবায়নের মাধ্যমে জাতীয় সম্পদ ইলিশ উৎপাদন বৃদ্ধিতে সকলের সহযোগিতা চেয়েছেন তিনি।


(এমআরএস/এএস/সেপ্টেম্বর ২৩, ২০১৪)


পাঠকের মতামত:

১৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test