E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সোনারগাঁয়ে ২টি ব্রীজ, স্কুল ও রাস্তার নির্মাণ কাজ উদ্বোধন করলেন এমপি খোকা

২০২২ ফেব্রুয়ারি ২৩ ১৯:২২:৫৮
সোনারগাঁয়ে ২টি ব্রীজ, স্কুল ও রাস্তার নির্মাণ কাজ উদ্বোধন করলেন এমপি খোকা

এমডি অভি, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জ সোনারগাঁও উপজেলায় দুটি ব্রীজ, ১টি স্কুল ও ১টি রাস্তার কাজের উদ্বোধন করেছেন জাতীয়পার্টির প্রেসিডিয়াম সদস্য, ঢাকা বিভাগীয় অতিরিক্ত মহাসচিব নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা।

আজ বুধবার বিকেলে এসব কাজগুলোর মধ্যে ব্রীজ দুটি হলো এমপি খোকার ঐচ্ছিক ফান্ড থেকে, যেখানে প্রথমটি হচ্ছে কাজীপাড়া ও দ্বিতীয়টি হলো চৌরাপাড়া ব্রীজ। এ ছাড়াও স্কুলটি হলো চৌরাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং গংঙ্গাপুর বাজার থেকে নয়াপুর বাজার পর্যন্ত রাস্তার কাজ।

এসময় আনুষ্ঠানিক উদ্বোধন করার পর বর্তমান সরকারের প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা সহ সোনারগাঁবাসীর সুখ শান্তি উন্নতি কামনা করে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। এমপি লিয়াকত হোসেন খোকা তার নির্বাচনী আসনে অবিরাম কাজ চালিয়ে যাচ্ছেন। বৃহত্বর সোনারগাঁকে আধুনিক নগরী হিসেবে প্রতিষ্ঠার লক্ষে প্রতিদিন কোন না কোন উন্নয়ন কাজ করে চলছেন তিনি।

এমপি লিয়াকত হোসেন খোকার সড়ক উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলার র্নিবাহী কর্মকর্তা তৌহিদ এলাহী, উপজেলার পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সামসুল ইসলাম ভূঁইয়া, ভাইস চেয়ারম্যান বাবুল ওমর বাবু, মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সি, কেন্দ্রীয় জাতীয় পার্টির প্রচার সম্পাদক মাহমুদুর রহমান, উপজেলা প্রকৌশলী আরজুরুল হক, জেলা জাতীয় পার্টি সাধারণ সম্পাদক আবু নাইম ইকবাল, সাদিপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রশিদ মোল্লা, আবুল হাসেম সহ সোনারগাঁয়ের মহাজোটের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। প্রতিটি কাজের উদ্বোধনের পর বিশেষ মোনাজাত করা হয়।

উল্লেখ্য যে, সোনারগাঁয়ের অধিকাংশ রাস্তা ঘাটের অবস্থা বেহাল বিগত বিএনপি সরকারের আমল এবং ২০০৮ সালের পর আওয়ামী লীগের সরকার আমলের প্রথম ৫ বছরে তেমন কোন কাজ হয়নি। লিয়াকত হোসেন খোকা এমপি হওয়ার পর থেকে অবিরাম চলছে রাস্তাঘাটের উন্নয়ণ কাজ।

(এমও/এসপি/ফেব্রুয়ারি ২৩, ২০২২)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test