E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নোয়াখালী সরকারি মহিলা কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

২০২২ মার্চ ০১ ১২:২৬:১২
নোয়াখালী সরকারি মহিলা কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

মো. ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী : বৈশ্বিক করোনা মহামারীতে দীর্ঘদিন যাবৎ দেশের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে স্থবিরতার দীর্ঘ প্রলেপ পড়ে আছে। ধীরে ধীরে সেই স্থবিরতা কাটিয়ে স্বরুপে ফিরে আসছে দেশের শিক্ষাঙ্গনগুলো। তারই ধারাবাহিকতায় ২৮ ফেব্রুয়াারি, ২০২২ খ্রি. তারিখে নোয়াখালী সরকারি মহিলা কলেজে অনুষ্ঠিত হয়ে গেল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা- ২০২২।

সকাল ৯ টায় জাতীয় সঙ্গীত পরিবেশনের সাথে জাতীয় পতাকা উত্তোলন করে প্রতিযোগিতার শুভ উদ্বোধন ঘোষণা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. আ ফ ম রুহুল আমিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহযোগী অধ্যাপক মো. আবদুল মতিন খন্দকার। আরো উপস্থিত ছিলেন ইসলামি ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান নাজমুস শাদাৎ চৌধুরী, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ড. সিদি মাহমুদ চৌধুরী, ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান মো. শামছুর রহমান, হিসাববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান আবু বকর সিদ্দিক, ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান মো. হুমায়ুন করিবসহ কলেজে কর্মরত শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।

দীর্ঘদিন পর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতাকে ঘিরে কলেজ প্রাঙ্গণ সেজেছে বর্ণিল সাজে সজ্জিত হয়েছে কলেজের মাঠ।এ যেন শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবকের মিলন মেলা সদৃশ এক আনন্দঘন মুহুর্ত।

ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে দিনভর চমকপ্রদ সব ইভেন্ট নিয়ে মাঠে গড়িয়েছে প্রতিযোগিতা। ১০০ মিটার দৌড়, ২০০ মিটার দৌড়, যেমন খুশি তেমন সাজ, দীর্ঘ লাফ, চাকতি নিক্ষেপ, গোলক নিক্ষেপ, প্রভৃতি।

প্রতিযোগিতা শেষে বিজয়ী প্রতিযোগীদের প্রত্যেকের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ড. আ ফ ম রুহুল আমিন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন স্বাভাবিক ও সুস্থ ধারার শিক্ষার পরিবেশ তৈরিতে খেলাধুলার বিকল্প নেই। শিক্ষার পাশাপাশি খেলাধুলা শিক্ষার্থীর মনে বিনোদনের খোরাক যোগায় যা একজন শিক্ষার্থীর জন্য অতীব জরুরী।

(আইইউএস/এএস/মার্চ ০১, ২০২২)

পাঠকের মতামত:

১০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test