E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নবীনগরের কথার এক বছর পূর্তি

সাংবাদিকতায় সত্য ও ন্যায়ের পক্ষে থাকার আহ্বান

২০২২ মার্চ ০১ ১৬:৩২:৫৭
সাংবাদিকতায় সত্য ও ন্যায়ের পক্ষে থাকার আহ্বান

গৌরাঙ্গ দেবনাথ অপু, ব্রাহ্মণবাড়িয়া : বর্তমান সময়ে চলা 'প্রশ্নবিদ্ধ' সাংবাদিকতায় সাংবাদিকদেরকে সত্য, বস্তুনিষ্ঠ ও ন্যায়ের পক্ষে দৃঢ়ভাবে থাকার জন্য উদাত্ত আহবান জানানো হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা থেকে নবীনগরের কথা নামের একটি অনলাইন নিউজ পোর্টালের উদ্যোগে চালু হওয়া ভার্চ্যুয়াল টকশোর এক বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক ভার্চ্যুয়াল অনুষ্ঠানে বক্তারা জোরালোভাবে এ আহবান জানান।

গতকাল সোমবার রাতে অনুষ্ঠিত ওই ভার্চ্যুয়াল টকশোতে অংশ নেন এনটিভির সিনিয়র রিপোর্টার ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির কার্যকরী পরিষদের অন্যতম সদস্য হাসান জাবেদ, বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টালের সভাপতি, সিনিয়র সাংবাদিক সুভাষ সাহা, নবীনগর অনলাইন এ্যাক্টিভিস্ট ফোরাম নোয়াফের সহসভাপতি জাহাঙ্গীর আলম খান, ভারতের ত্রিপুরা রাজ্যের ধর্ম্মনগরের শব্দসৈনিক ও কণ্ঠযোদ্ধা, বিশিষ্ট আবৃত্তিশিল্পী নির্ঝর পাল ও বিবি নিউজের (অনলাইন) নিউজ এডিটর ও নিউজ প্রেজেন্টার প্রদীপ আচার্য।

অনুষ্ঠানটির পরিকল্পনা ও সঞ্চালনাঢ ছিলেন নবীনগরের কথার সম্পাদক, দৈনিক বাংলা ৭১ এর বিশেষ প্রতিনিধি গৌরাঙ্গ দেবনাথ অপু।

'চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির' শীর্ষক প্রায় দেড় ঘন্টা ধরে চলা ওই প্রাণবন্ত ভার্চ্যুয়াল টকশোতে অংশ নিয়ে বক্তারা বলেন, সাংবাদিক হিসেবে বাঁচতে চাইলে, একজন সাংবাদিককে বাঁচার মতো করেই বাঁচা উচিৎ। কারণ সাংবাদিকতায় পিপিলিকার মতো বেঁচে থেকে কোন লাভ নেই। সাংবাদিকদের উচিৎ হবে সকল ভয়ভীতির উর্ধ্বে উঠে সত্য ও ন্যায়ের পক্ষে লড়ে যাওয়া। ন্যায়ের পক্ষে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ আর মিথ্যার বিরুদ্ধে অন্যায়কারীর মুখোশ উন্মোচন করাই হবে একজন প্রকৃত সাংবাদিকের কাজ।'

বক্তারা সারাদেশে নামে বেনামে বিভিন্ন সাংবাদিক সংগঠন গড়ে উঠার সমালোচনা করে বলেন, সাংবাদিক সংগঠন করলেও, সাংবাদিকদের 'লেজুরবৃত্তি' করা কখনও উচিৎ নয়। আবার কারও অধীনে 'গোলাম' হয়ে থেকে সাংবাদিকতায় 'চামচামি' করাও শোভন নয়। তাহলে সাংবাদিকদের 'স্বকীয়তা' থাকেনা।

বক্তারা এ সময় সারাদেশে গড়ে ওঠা অখ্যাত সাংবাদিক সংগঠনগুলোর কড়া সমালোচনা করে আরও বলেন, মূলত নানা সুযোগ সুবিধা নেয়ার জন্যই সাংবাদিকতার নামে 'এই ক্লাব ঐ ক্লাব কিংবা 'অমুক ইউনিয়ন, তমুক ইউনিয়ন' গড়ে তোলা হচ্ছে। কারণ এসব নামধারী সাংবাদিক সংগঠনের সভাপতি, সেক্রেটারী হতে পারলে প্রশাসনসহ বিভিন্ন জায়গা থেকে নানান সুযোগ সুবিধা পাওয়া যায়। পাশাপাশি ব্যবসা বাণিজ্য এবং বদলী বাণিজ্যও করা যায়।

এনটিভির হাসান জাবেদ আরও বলেন, একজন সাংবাদিক যদি কোন অন্যায় কিংবা মন্দ কাজ না করেন, তাহলে যত প্রভাবশালীই হোক কাউকে ভয় করার কোন কারণ নেই একজন সাংবাদিকের।

প্রসংগত, 'মুক্তিযুদ্ধের চেতনায়, নবীনগরের প্রতিচ্ছবি' এ মূলমন্ত্রকে হৃদয়ে ধারণ করে গত বছরের ২১ ফেব্রুয়ারি নবীনগরের কথার নিয়মিত ভার্চ্যুয়াল টকশো চালু হয়। ইতিমধ্যে যার ১১৫ টি পর্ব শেষ হয়।

(জিডি/এসপি/মার্চ ০১, ২০২২)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test