E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আন্তঃস্কুল ক্রিকেট টুর্ণামেন্টে কাপ্তাই উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন 

২০২২ মার্চ ০১ ১৯:০১:০৫
আন্তঃস্কুল ক্রিকেট টুর্ণামেন্টে কাপ্তাই উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন 

রিপন মারমা, রাঙামাটি : রাঙামাটি কাপ্তাইয়ে ৫০তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা (শীতকালীন) ক্রীড়া প্রতিযোগিতা ২০২২, সোমবার বিকেল ৩ টায়  কর্ণফুলী সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত ক্রিকেট ফাইনাল খেলা প্রতিযোগিতার মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। 

মাহাবুব হাসান বাবুর সঞ্চালনা অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতায় অংশ গ্রহন কারি চ্যাম্পিয়ন ও রানার্স আপদের মাঝে পুরুষ্কার বিতরণ করেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান।

প্রধান অতিথি তিনি তার বক্তব্যে বলেন, সুস্থ দেহে সুন্দর মন, ক্রীড়া করে আনয়ন এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে এ আয়োজন, তিনি আরোও বলেন, মাদককে না বলি,মাদক মুক্ত দেশ গড়ি, ক্রীড়াই শক্তি, ক্রীড়াই-বল, ক্রীড়া চর্চা শারিরীক ও মানসিক গুণাবলী সৃষ্টি করে, ক্রীড়াই বিকশিত হউক তারুণ্য, এ প্রক্রিয়া চলমান থাকলে নতুন প্রতিভাবান প্রজন্মের খেলোয়াড় তৈরি হওয়ার পাশাপাশি দর্শকদের মাঝে উৎসাহ উদ্দীপনা বিরাজ করবে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কর্ণফুলী সরকারি কলেজ প্রিন্সিপাল এ এইচ এম বেলাল চৌধুরী, কাপ্তাই উপজেলা ভাইস চেয়ারম্যান নাছির উদ্দীন, মাধ্যমিক শিক্ষা অফিসার নাদির আহমেদসহ অন্যান্য নেতৃবৃন্দ।

ক্রিকেট ম্যাচ সমাপনী দিনে ফাইনাল খেলায় ১০ ওভারে ২ উইকেট পেয়ে ১৭২ রান করে চ্যাম্পিয়ন ( বিজয়ী)হন কাপ্তাই উচ্চ বিদ্যালয় ক্রিকেট দল।৷ দ্বিতীয় ইনিংস এ ব্যাট করতে নেমে কেপিএম স্কুল ১০ ওভারে ৭ উইকেটে ১৫৭ রান করে, এরই বিপরীতে ১৮ রানের ব্যাবধানে কেপিএম স্কুলকে পরাজিত করে কাপ্তাই উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন শীপ অর্জন করে। উক্ত ফাইনাল খেলায় কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের খেলোয়াড় মারুফুল ইসলাম মারুফ ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়েছেন। তিনি ৫৭ রান ও ২ উইকেট সংগ্রহ করেন।

(আরএম/এসপি/মার্চ ০১, ২০২২)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test