E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বাগেরহাট জেলা কারাগার থেকে সরকারি কর্মচারী পরিবার উচ্ছেদ

২০১৪ সেপ্টেম্বর ২৩ ১৮:৫১:৪৮
বাগেরহাট জেলা কারাগার থেকে সরকারি কর্মচারী পরিবার উচ্ছেদ

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাট শহরের প্রান কেদ্রে শহীদ মিনার সড়কে পরিত্যাক্ত জেলা কারাগারে ২১ মাস ধরে অবৈধ ভাবে বসবাসকারী ১৭টি শ্রেনীর চতুর্থ সরকারি কর্মচারী পরিবারকে মঙ্গলবার উচ্ছেদ করা হয়েছে। বাগেরহাটে নতুন জেলা কারাগার উদ্ধোধনের পর থেকে প্রায় ৫ বছর ধরে এসব চতুর্থ শ্রেণীর সরকারি পরিত্যাক্ত কারাগারের ভবনগুলেতে বসবাস করে আসছিল। ২০১২ সালের ৩০ ডিসেম্বর এসব কর্মচারীর নামের বরাদ্দ বাগেরহাটের জেলা প্রসাশন বাতিল করলেও তারা এতোদিন পরিত্যাক্ত কারাগারের ভবনগুলেতে বসবাস করে আসছিলো।

পরিত্যাক্ত কারাগারের ভবনগুলেতে বসবাসকারী বাগেরহাট গণপূর্ত বিভাগের চতুর্থ শ্রেনীর কর্মচারী মো:আবুল কালাম আজাদ,বাগেরহাট সরকারি বালিকা বিদ্যালয়ের এম এলাসে এস মনিরুল ইসলাম ও জেলা ত্রাণ-পূর্নবাসন বিভাগের ড্রইভার মো: আলমঙ্গীর কবিরসহ অন্যেরা অভিযোগ করেন,তাদের কোন নোটিশ না দিয়ে ঈদের আগে মঙ্গলবার নিবাহী ম্যাজিট্রেট পুলিশ নিয়ে এসে তাদের উচ্ছেদ করে ভবনে তালা লাগিয়ে দেয়।

উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেয়া বাগেরহাট জেলা প্রসাসনের নিবার্হী ম্যাজিট্রেট পিযুস চন্দ্র দে জানান, জেলা প্রসাশনের পক্ষ্য থেকে এসব কর্মচারীকে তাদের অবৈধ দখলে রাখা পরিত্যাক্ত কারাগারের ভবনগুলেতে ছেড়ে দিতে ৩দফা নোটিশ প্রদান করা হয়। ১৫ দিন আগে তাদের চুড়ান্ত নোটিশ য়ো হয়।

এই চুড়ান্ত নোটিশের মেয়াদান্তে তাদের ভবন থেকে উচ্ছেদ করে সিলগালা করে দেয়া হয়েছে। সরকার বাগেরহাট পরিত্যাক্ত কারাগারের জমি জেলা শিশু একাডেমি ও ডায়াবেটিক হাসপাতালকে দিয়ে দিয়েছে। এই উচ্ছেদের পর এখন তা শিশু একাডেমি ও ডায়াবেটিক হাসপাতালকে বুঝিয়ে দেয়া হবে।

(একে/এএস/সেপ্টেম্বর ২৩, ২০১৪)


পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test