E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে নারায়ণগঞ্জ জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশ

২০২২ মার্চ ০২ ১৮:৪৮:৪৯
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে নারায়ণগঞ্জ জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশ

মোঃ শান্ত, নারায়ণগঞ্জ : সরকারের দুর্নীতি ও অব্যবস্থাপনায় দেশব্যাপী দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নারায়ণগঞ্জ জেলা।  

আজ বুধবার (২ মার্চ) বিকাল ৩ টায় নারায়ণগঞ্জের চাষাড়া কেন্দ্রীয় শহীদ মিনারে এ বিক্ষোভ সমাবেশ করা হয়।

বিক্ষোভ সমাবেশে নারায়ণগঞ্জ জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম রবির সভাপতিত্বে ও নারায়ণগঞ্জ জেলা বিএনপি'র সদস্য সচিব অধ্যাপক মামুন মাহমুদের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমান, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা বিভাগ বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক এ্যাড. আব্দুস সালাম আজাদ, বিশেষ অতিথি ছিলেন বিএনপি ঢাকা বিভাগর সহ-সাংগঠনিক সম্পাদক বেনজির আহম্মেদ টিটু, জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন, নারায়ণগঞ্জ জেলা বিএনপি আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, সোনারগাঁও থানা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান।

এসময় বিএনপি নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন ওয়ার্ডের যুবদল, ছাত্রদল,সেচ্ছাসেবক দল সহ ফতুল্লা, সদর, সিদ্ধিরগঞ্জ, সোনারগাঁও,আড়াইহাজার, রূপগঞ্জ থানার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বর্তমান সরকার অবৈধ সরকার, যার কারনে এ সরকারের কোনো দায়বদ্ধতা নেই। ভোট বিহীন এ সরকারের দ্বায়িত্বহীনতার কারনে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম উর্ধ্বমুখি। যার ফলে সরকার সাধারণ জনগণকে ডাইর্ভাট করার জন্য নাটক শুরু করেছে, যেটা হলো নির্বাচন কমিশন। এই নির্বাচন কমিশনের কোন ক্ষমতা নেই। এ অবৈধ সরকার গনতান্ত্রিক সরকার নয়, অবৈধ সরকার, আগের রাতের সরকার, ভোট ডাকাতির সরকার, দূর্নীতির সরকার। ছাত্রলীগের কর্মী যদি দুই হাজার কোটি টাকা পাচার করে তাহলে আওয়ামী লীগের নেতারা কি করেছে?

তিনি আরও বলেন, বর্তমান সরকারের আমলে বিএনপির অনেকে নেতা গুম, খুন হয়েছে। এব্যাপারে সরকার বলছে, যারা গুম হয়েছে তাদের ব্যাপারে খোঁজ নেয়া হচ্ছে। তার মানে সরকার জানে তারা কোথায় আছে। বর্তমান সরকার প্রশাসনের মাধ্যমে বেঁচে আছে। বিচার ব্যবস্থা নিয়ন্ত্রণহীন। প্রধান বিচারপতি পালিয়ে বেড়াচ্ছে, যেভাবে ইচ্ছে বিচার কার্যক্রম পরিচালনা করছে। আওয়ামী লীগের এমপি, মন্ত্রী থেকে শুরু করে ওয়ার্ড মেম্বাররা পযর্ন্ত বিদেশ গিয়ে চিকিৎসা করায়। অথচ দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় আটক রেখে চিকিৎসা করাচ্ছে না। কারণ তারা খালেদা জিয়াকে ভয় পায়, তারেক জিয়াকে ভয় পায়। আমরা এমন বাংলাদেশ চাই না, যেখানে গুম, খুন দূর্নীতি আর দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে জনগণের নাভিশ্বাস উঠে গেছে। আমরা সেই বাংলাদেশ চাই যেটা হবে জিয়াউর রহমানের স্বপ্নের বাংলাদেশ। সেজন্য ফয়সালা হবে রাজপথে। অবৈধ এ সরকারের অধীনে কোন নির্বাচন হতে পারেনা। আবার একটি আন্দোলন হবে, যে আন্দোলনের মাধ্যমে এ অবৈধ সরকারের পতন হবে।

এসময় তিনি জেলার বিভিন্ন থানা থেকে আগত নেতাকর্মীদের দুই হাত উপরে তুলে শপথ পাঠ করান।

(এস/এসপি/মার্চ ০২, ২০২২)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test