E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সদরপুর উপজেলায় অ্যাথলেটিক্স প্রতিযোগিতা ও গ্রামীণ ক্রীড়া সমাপ্ত

২০২২ মার্চ ০২ ১৯:২৪:৪১
সদরপুর উপজেলায় অ্যাথলেটিক্স প্রতিযোগিতা ও গ্রামীণ ক্রীড়া সমাপ্ত

দিলীপ চন্দ, ফরিদপুর : ফরিদপুর জেলা ক্রীড়া অফিস কর্তৃক আয়োজিত বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২১-২০২২ এর আওতায় সদরপুর উপজেলার বেগম কাজী জেবুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে স্কুল পর্যায়ের ছাত্র-ছাত্রীদের এ্যাথলেটিক্স প্রতিযোগিতা ও গ্রামীণ ক্রীড়া এবং পুরস্কার প্রদান অনুষ্ঠান ১ মার্চ ২০২২ তারিখে সমাপ্ত হয়েছ। উক্ত ক্রীড়া প্রতিযোগিতায় উপজেলার  বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছেলে ও মেয়েরা অংশগ্রহণ করে। মো: তারেক মাহমুদ, উপজেলা নির্বাহী অফিসার, সদরপুর, ফরিদপুর এর সভাপতিত্বে কাজী শফিকুর রহমান, চেয়ারম্যান, উপজেলা পরিষদ, সদরপুর, ফরিদপুর প্রধান অতিথি হিসেবে উপস্হিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন ও পুরস্কার বিতরণ করেন। বিশেষ অতিথি উপস্হিত ছিলেন মো: জালাল উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, সদরপুর, ফরিদপুর। এ সময় বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকমন্ডলী, ছাত্র-ছাত্রী ও দর্শকবৃন্দ উপস্থিত ছিলেন।

বোয়ালমারী উপজেলায় ভলিবল প্রতিযোগিতা সম্পন্ন
ফরিদপুর জেলা ক্রীড়া অফিস কর্তৃক আয়োজিত বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২১-২০২২ এর আওতায় বোয়ালমারী উপজেলার বোয়ালমারী জর্জ একাডেমী মাঠে স্কুল পর্যায়ের ছাত্রদের ভলিবল প্রতিযোগিতা ও পুরস্কার প্রদান অনুষ্ঠান ২ মার্চ ২০২২ তারিখে সমাপ্ত হয়েছ। মো: রেজাউল করিম, উপজেলা নির্বাহী অফিসার, বোয়ালমারী, ফরিদপুর প্রধান অতিথি হিসেবে উপস্হিত থেকে চ্যাম্পিয়ন ও রানার আপ দলের মধ্যে পুরস্কার প্রদান করেন। বিশেষ অতিথি উপস্হিত ছিলেন মো: নিজাম উদ্দিন খান, সাধারণ সম্পাদক, বোয়ালমারী উপজেলা ক্রীড়া সংস্থা, কে এম ওবায়দুর রহমান, সহকারী প্রধান শিক্ষক, খরসূতি চন্দ্রকিশোর বহুমুখী উচ্চ বিদ্যালয়, বোয়ালমারী, ফরিদপুর।

এ সময় বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকমন্ডলী, ছাত্র-ছাত্রী ও দর্শকবৃন্দ উপস্হিত ছিলেন। প্রতিযোগিতায় উমরনগর চন্দনী উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন ও বোয়ালমারী জর্জ একাডেমী রানার আপ হওয়ার গৌরব অর্জন করে।

(ডিসি/এএস/মার্চ ০২, ২০২২)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test