E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বৃহত্তর ফরিদপুর অঞ্চলে তিন দিনব্যাপী অভিনয় কর্মশালা শুরু

২০২২ মার্চ ০২ ১৯:৩৯:৫৩
বৃহত্তর ফরিদপুর অঞ্চলে তিন দিনব্যাপী অভিনয় কর্মশালা শুরু

দিলীপ চন্দ, ফরিদপুর : বাংলাদেশ শিল্পকলা একাডেমীর আয়োজনে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন এর  সহযোগিতায় এবং ফরিদপুর জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় মুজিব বর্ষ স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে তিন দিনব্যাপী বৃহত্তর ফরিদপুর অঞ্চলে অভিনয় কর্মশালা বুধবার থেকে শুরু হয়েছে।

এ কর্মশালায় ফরিদপুর জেলাসহ পার্শ্ববর্তী চারটি জেলা গোপালগঞ্জ মাদারীপুর শরীয়তপুর রাজবাড়ী জেলার ৩০ জন নাট্যকর্মী অংশগ্রহণ করেন। এতে প্রশিক্ষক হিসেবে রয়েছেন সুশান্ত কুমার সরকার।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তারিক হাসান, বিশেষ অতিথি ছিলেন ফরিদপুর থিয়েটারের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আমিরুল ইসলাম রুমি, সম্মিলিত সাংস্কৃতিক জোট ফরিদপুর জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক আমিনুর রহমান ফরিদ, বৈশাখী নাট্য গোষ্ঠীর সভাপতি এডভোকেট বশির আহমেদ চৌধুরী, বহুরূপী সাংস্কৃতিক সংস্থার সভাপতি সালাম মোল্লা, জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ ফরিদপুর জেলা শাখার সম্পাদক আসমা আক্তার মুক্তা, কেয়া সংস্কৃতির চক্রের অধিকর্তা ম নিজাম, শহীদ সুফি নাট্যচক্র সম্পাদক শেখ ফরিদ আহমেদ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সভাপতি মন্ডলীর সদস্য উত্তম কুমার সাহা।

তিন দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানে কমিশনার সমন্বয় দায়িত্ব পালন করেছেন রাজবাড়ী ও ফরিদপুর জেলার জেলা কালচারাল অফিসার পার্থপ্রতিম দাস।

(ডিসি/এএস/মার্চ ০২, ২০২২)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test