E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ইতালি ফিরে যাওয়া হলো না প্রবাসী নাজমুলের

২০২২ মার্চ ০৩ ১৩:১৪:৫০
ইতালি ফিরে যাওয়া হলো না প্রবাসী নাজমুলের

সোহেল সাশ্রু, কিশোরগঞ্জ : ছুটিতে দেশে এসে কর্মস্থল ইতালি যাওয়া হলো না প্রবাসী নাজমুল রহমানের (২৭)। আজ ৩ মার্চ বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টায় ভৈরবে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে ঢাকার একটি হাসপাতালে একদিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অকালেই ঝড়ে গেল ইতালি প্রবাসী। নাজমুল ভৈরব উপজেলার শুম্ভুপুর স্টেডিয়াম পাড়ার সাইদুর রহমানের ছেলে। দীর্ঘ বছর যাবত ইতালিতে অবস্থান করেছেন। ছুটি নিয়ে বিয়ে করতে দেশে আসেন নাজমুল। তিন মাস হয়েছে বিয়ে করেছেন। ছুটি শেষে আগামী ৫ মার্চ ইতালিতে ফিরে যাবার কথা ছিলো কিন্তু মোটরসাইকেল দুর্ঘটনায় চলে গেলো পরপারে ফেরা হলো না কর্মস্থল দেশ ইতালিতে।

গত ১ মার্চ মঙ্গলবার সন্ধ্যায় দুই বন্ধু উপজেলার কালিকাপ্রসাদ বাসস্ট্যান্ড এলাকায় চা পান করতে মোটরসাইকেল নিয়ে বের হয়। সে সময় হঠাৎ উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের গাজিরটেক এলাকায় ভৈরব-ময়মনসিংহ আঞ্চলিক সড়কে মোটরসাইকেলের সাথে বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুজন গুরুতর আহত হয়ে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দুর্ঘটনায় মোটরসাইকেলে থাকা আরেক আরেহী জুবায়ের গুরুতর আহত হয়ে ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তার অবস্থাও আশংকাজনক।

নিহত নাজমুলের মামা শ্বশুর সাংবাদিক মিলাদ হোসেন অপু জানান, ইতালি থেকে ছুটিতে দেশে এসে বিয়ে করেছে। বিয়ের তিন মাস পার না হতেই সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালো আমার ভাগ্নি জামাতা। দুদিন পরই ইতালি যাবার ফ্লাইট ছিলো কিন্তু

আর যাওয়া হলো তার কর্মস্থলে। সন্ধ্যায় বন্ধুকে সাথে নিয়ে চা পান করতে বের হয়েছিলো বলে তিনি জানান।

এ বিষয়ে ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. গোলাম মোস্তফা জানান, সড়ক দুর্ঘটনায় ইতালি প্রবাসীর মৃত্যুর বিষয়টি অবগত আছি। তবে অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন বলে তিনি জানান।

(এসএস/এএস/মার্চ ০৩, ২০২২)

পাঠকের মতামত:

২০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test