E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গাইবান্ধায় পুলিশের উপর হামলার ঘটনায় মামলা

২০১৪ সেপ্টেম্বর ২৪ ১০:১৬:১৬
গাইবান্ধায় পুলিশের উপর হামলার ঘটনায় মামলা

গাইবান্ধা প্রতিনিধি : জেলার গোবিন্দগঞ্জে গ্রেফতার হওয়া ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা ও পুলিশের উপর হামলার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

গোবিন্দগঞ্জ থানার এসআই ইসমাইল হোসেন বাদী হয়ে মঙ্গলবার রাতে দ্রুত বিচার আইনে মামলাটি দায়ের করেন। মামলায় ১৯ জনের নাম উল্লেখ করে আরো ১০-১২ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।

গোবিন্দগঞ্জ থানার এসআই ইসমাইল হোসেন বলেন, আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা ও থানার দুইজন এসআই ও একজন কনস্টেবলের উপর হামলার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

গোবিন্দগঞ্জ থানার ওসি এবিএম জাহিদুল ইসলাম জানান, এ ঘটনায় ওই গ্রামের মোহাম্মদ আলীর ছেলে মিজু আহম্মেদ (২২) নামে এক যুবককে আটক করা হয়েছে। বাকি আসামিদেরও গ্রেফতার করতে পুলিশের অভিযান অব্যহত রয়েছে।

প্রসঙ্গত, মঙ্গলবার দুপুরে পুলিশ অভিযান চালিয়ে উপজেলার দরবস্ত ইউনিয়নের সাপগাছি হাতিয়াদহ গ্রামের হাফিজার রহমানের ছেলে জ্বিনের বাদশা প্রতারক চক্রের সদস্য ও আদালতের ওয়ারেন্টভুক্ত আসামি তারাজুল ইসলামকে (৩৫) গ্রেফতার করেন। তাকে ছিনিয়ে নেওয়ার জন্য রংপুর-ঢাকা মহাসড়কের উপজেলার কাটাখালি ব্রিজ এলাকায় অবরোধ করে তার পক্ষের লোকজন। এক পর্যায়ে তারা পুলিশের পিকআপ ও মহাসড়কে চলাচলকারী বেশ কিছু যাহনাবাহনে হামলা ও ইটপাটকেল নিক্ষেপ করে এবং পুলিশের উপর হামলা চালায়। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন ও আহত পুলিশ সদস্যদের উদ্ধার করেন।

(ওএস/এইচআর/সেপ্টেম্বর ২৪, ২০১৪)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test