E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কাপ্তাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে ইলেকট্রিশিয়ানের মৃত্যু

২০২২ মার্চ ০৪ ১৮:১৪:২৪
কাপ্তাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে ইলেকট্রিশিয়ানের মৃত্যু

রিপন মারমা, রাঙামাটি : রাঙামাটি কাপ্তাই শহীদ মোয়াজ্জম ঘাঁটির লেক প্যারাডাইস পিকনিক স্পট এলাকায় বৈদ্যুতিক খুঁটিতে উঠে কাজ করার সময় এমইএস এর তত্ত্বাবধানে কন্ট্রাক্টরের অধীনে কাজ চলাকালীন সময়ে ইলেকট্রিশিয়ান  মোহাম্মদ লিটন উদ্দিন  বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যাওয়ার সংবাদ পাওয়ার গেছে।

জানা যায়, বৃহস্পতিবার (০৩ মার্চ) বিকাল সাড়ে ৩ টায় সময় শহীদ মোয়াজ্জম ঘাঁটির পিকনিক স্পটে ৪৪০ ভোল্টেজের বিদ্যুৎতের নতুন লাইন সংযোগ স্থাপনের কাজ করা সময় মোহাম্মদ লিটন উদ্দিন (২৮)তিনি বৈদ্যুতিক খুঁটির উপরে উঠে কাজ করার সময় এক পর্যায়ের খুটির উপরে কোমরে সেইফটি বেল পরাঅস্থায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আহত হয়। পরে নৌবাহিনীর ও ফায়ার সার্ভিসের সহযোগিতা বিদ্যুৎ খুঁটি হতে নামিয়ে প্রাথমিক চিকিৎসা জন্য নৌবাহিনীর হাসপাতালে নিয়ে যায় এর পরে উন্নত চিকিৎসা জন্য নৌবাহিনীর এম্বুলেন্স যোগে কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতাল জুরুরি বিভাগের ডাক্তার তাকে পরিক্ষা নিরীক্ষা করা পরে মৃত হিসেবে ঘোষণা করা হয়।

কাপ্তাই থানার ওসি তদন্ত ও বর্তমান সাময়িক ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আকতার হোসেন জানান, মৃত মোহাম্মদ লিটন উদ্দিন আব্দুল মালেকের ছেলে তাদের বাড়ি লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলায়।মোহাম্মদ লিটন উদ্দিন এবং তাদের সহকর্মীরা। গত ১৯(২ ফেব্রুয়ারি) থেকে কাপ্তাই শহীদ মোয়াজ্জম ঘাঁটির লেক প্যারাডাইস পিকনিক স্পট এলাকায় বৈদ্যুতিক নতুন লাইন স্থাপনে কাজ করে আসছিলেন।১৩ দিন ব্যবধানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি মারা যান। এ ঘটনায় কাপ্তাই থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে, মামলা নাম্বার - ১/ তারিখ ৩/৩/২০২২ ইং। তিনি আরো বলেন ৪ মার্চ শুক্রবার মৃত ব্যক্তির লাশ ময়নাতদন্তের জন্য কাপ্তাই থানা থেকে রাঙামাটি জেলা মর্গে পাঠানো হয়েছে। পরবর্তীতে ময়নাতদন্ত রিপোর্ট পাওয়া গেলে তদন্ত পূর্বক বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

(আরএম/এএস/মার্চ ০৪, ২০২২)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test