E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সেতু ও কালভার্ট নির্মাণে পার্বতীপুরে লটারি  

২০২২ মার্চ ০৬ ১৭:৩৫:৩২
সেতু ও কালভার্ট নির্মাণে পার্বতীপুরে লটারি  

সোহেল সানী, পার্বতীপুর : দিনাজপুরের পার্বতীপুরে চলতি ২০২১-২০২২ অর্থবছরে গ্রামীণ অবকাঠানো উন্নয়নে সেতু/কালভার্ট নির্মাণ কাজ বন্টনে সংশ্লিষ্ট ঠিকাদারদের মধ্যে লটারি সম্পন্ন হয়েছে। আজ রবিবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে সেতু/কালভার্ট লটারি উপজেলার হলরুমে এ লটারি অনুষ্ঠিত হয়। টেন্ডার কার্যক্রম কাজের উদ্বোধন করেন পার্বতীপুর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ হাফিজুল ইসলাম প্রামানিক। 

এসময় উপস্থিত ছিলেন-পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মদ ইসমাঈল, উপজেলা ভাইসচেয়ারম্যান আমিরুল মোমনিীন, রুকশানা বারী রুকু ও উপজেলা ত্রাণ ও প্রকল্প বাস্তবায়ন অফিসের উপ-সহকারী প্রকৌশলী দুলাল কুমার কুন্ডুসহ সংশ্লিষ্ট ঠিকাদারবৃন্দ। লটারির ফলাফল প্যাকেজ ২টি প্রতিষ্ঠান মেসার্স কল্পনা ট্রেডার্স দিনাজপুরে বিরল ও মেসার্স আলী টিম্বার চাউলিয়া পট্টি, সদর দিনাজপুর বিজয়ী হয়েছে।

উপজেলার রামপুর ইউনিয়নের সিঙ্গিমারী নদীর উপর লক্ষী সরকার বাজারের উত্তর পাশের্^ হাইস্কুলের সামনের খালের উপর সেতু ও বেলাইচন্ডি ইউনিয়নের কুঠিপাড়া হতে গুড়াতিপাড়া যাওয়ার রাস্তায় করতোয়া নদীর উপর সেতু নির্মানে ২টি প্যাকেজে ২টি প্রকল্পে ১ কোটি ৪৪ লাখ ৯৫ হাজার ৩৪৪ টাকা ব্যয়ে গ্রামীণ রাস্তায় ১৫ মিটার দৈর্ঘ্য পর্যন্ত গার্ডার সেতু ও কালভার্ট নির্মাণ করা হবে। ২টি প্যাকেজে ২টি প্রকল্পের জন্য ৪৬২জন ঠিকাদার টেন্ডারপত্র জমা দেন।
উপজেলা ত্রাণ ও প্রকল্প বাস্তবায়ন অফিস সুত্রে জানা গেছে- ১ কোটি ৪৪ লাখ ৯৫ হাজার ৩৪৪ টাকা ব্যয়ে গ্রামীণ রাস্তায় ১৫ মিটার দৈর্ঘ্য পর্যন্ত গার্ডার সেতু ও কালভার্ট নির্মাণ করা হবে।

(এস/এসপি/মার্চ ০৬, ২০২২)

পাঠকের মতামত:

১৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test