E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সম্মেলন ২৮ মে 

২০২২ মার্চ ০৬ ১৭:৩৮:৪৮
ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সম্মেলন ২৮ মে 

গৌরাঙ্গ দেবনাথ অপু, ব্রাহ্মণবাড়িয়া : অবশেষে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আগামি ২৮ মে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের সম্মেলনের তারিখ চূড়ান্ত করা হয়েছে। শনিবার জেলা আওয়ামীলীগের এক বিশেষ বর্ধিত সভায় বহুল কাংখিত এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়ায় 'দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গণে দিনভর এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। জেলা আওয়ামীলীগের সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য (ব্রাহ্মণবাড়িয়া-৩) র. আ. ম. উবায়দুল মোকতাদির চৌধুরীর সভাপতিত্বে বিশেষ এ বর্ধিত সভায় 'প্রধান অতিথি' ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। এতে বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী।

সভায় আমন্ত্রিত অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের সংসদ সদস্য বি. এম. ফরহাদ হোসেন সংগ্রাম, ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ এবাদুল করিম বুলবুল ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য উম্মে ফাতেমা নাজমা বেগম। বর্ধিত সভাটি সঞ্চালনা করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার।

প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় নেতা হানিফ বলেন, ‘বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে বিগত দিনে আওয়ামীলীগ দেশের সর্বক্ষেত্রে উন্নয়নের যে রোল মডেল সৃষ্টি করেছে, তা দেখে বিএনপি এখন চিন্তিত। তাই আগামী ৫০ বছরেও রাষ্ট্র ক্ষমতায় বিএনপির আসার কোন সুযোগ নেই। সেজন্য বিএনপির নেতাকর্মীরা চরম হতাশ।’

হানিফ আরও বলেন, 'ধ্বংসাত্মক কার্যকলাপ করে জনবিচ্ছিন্নতার কারণেই বিএনপির নেতারা দিশাহারা হয়ে সকালে এক কথা আবার বিকেলে আরেক কথা বলে। বিএনপি প্রতিনিয়ত মিথ্যাচার করে জনগণকে বিভ্রান্ত করতে চায়। তাদের লক্ষ্য একটাই- দেশের চলমান উন্নয়ন-অগ্রগতিকে বাধাগ্রস্ত করা।'

দীর্ঘদিন পর অনুষ্ঠিত জেলা আওয়ামীলীগের এই বিশেষ বর্ধিত সভা নিয়ে আওয়ামীলীগের স্থানীয় নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ ছিলো, ছিলো নানা আলোচনা।

নেতাকর্মীরা জানান, গঠনতন্ত্র অনুযায়ী কমিটির মেয়াদ তিন বছর হলেও, গত সাত বছরেরও বেশি সময় পার করেছে সর্বশেষ গঠিত ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের কমিটি। তবে ইতিমধ্যে একাধিকবার সম্মেলনের উদ্যোগ নেয়া হলেও শেষ পর্যন্ত সম্মেলন করা যায়নি।

একজন প্রবীণ নেতা জানালেন, ২০১৪ সালের ৩০ ডিসেম্বর জেলা আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই সম্মেলনে সংসদ সদস্য যুদ্ধাহত দুই বীর মুক্তিযোদ্ধা র. আ. ম. উবায়দুল মোকতাদির চৌধুরীকে সভাপতি এবং ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার সাবেক চেয়ারম্যান আল মামুন সরকারকে সাধারণ সম্পাদক করে আংশিক কমিটি ঘোষণা করা হয়। পরবর্তীতে জেলা আওয়ামী লীগের ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেয় কেন্দ্রীয় আওয়ামী লীগ।

ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক নবীনগর পৌরসভার মেয়র এডভোকেট শিব শংকর দাস সম্মেলনের তারিখের সত্যতা নিশ্চিত করে উত্তরাধিকার ৭১ নিউজকে জানান, 'জেলা আওয়ামীলীগের বিশেষ বর্ধিত সভা থেকে ২৮ মে জেলা সম্মেলনের তারিখ চূড়ান্ত হয়েছে। আর নবীনগর উপজেলায় হবে ২১ মে। বাকী উপজেলা গুলো ২৮ মের আগেই সম্মেলন শেষ করারও সিদ্ধান্ত হয়েছে।"

(জিডি/এসপি/মার্চ ০৬, ২০২২)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test