E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কানাইপুরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে চেয়ারম্যান ফকির বেলায়েত হোসেন এর শ্রদ্ধা নিবেদন

২০২২ মার্চ ০৭ ১৯:৫০:০৪
কানাইপুরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে চেয়ারম্যান ফকির বেলায়েত হোসেন এর শ্রদ্ধা নিবেদন

স্টাফ রিপোর্টার, ফরিদপুর : ৭ মার্চ দিনটি উদযাপনে ক্ষমতাসীন আওয়ামী লীগ বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে। বাঙালি জাতির স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা গৌরবের এক অনন্য দিন ৭ মার্চ। ৫১ বছর আগের এ দিন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণে গর্জে উঠেছিল উত্তাল জনসমুদ্র।

ফরিদপুর সদরের কানাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফকির মো. বেলায়েত হোসেন ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন।

আজ ৭ মার্চ সোমবার সকাল ১০টা ৩০ মিনিটে ইউনিয়ন পরিষদের কমপ্লেক্স ভবনে তিনি এ শ্রদ্ধা নিবেদন করেন। সেখানে বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন চেয়ারম্যান ফকির মো. বেলায়েত হোসেন।

এসময় চেয়ারম্যান এর সঙ্গে ইউনিয়ন পরিষদের সেক্রেটারি ভবেশ কুমার বিশ্বাস ও সকল সদস্য এবং ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন সিকদার নিতাই, ওয়ার্ড আওয়ামীলীগের নেতৃবৃন্দসহ দলের নেতারা উপস্থিত ছিলেন।

কানাইপুর ইউনিয়ন আওয়ামীলীগ ও সকল অঙ্গ সংগঠন এবং ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ফকির মো. বেলায়েত হোসেন এর শ্রদ্ধা জানানোর পর ইউনিয়ন আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

এদিকে, বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন ৭ মার্চ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। দিনটি উদযাপনে ক্ষমতাসীন আওয়ামী লীগ বিস্তারিত কর্মসূচি বাস্তবায়নেরও উদ্যোগ গ্রহণ করেছে।

চেয়ারম্যান ফকির মো. বেলায়েত হোসেন বলেন, ইতিহাস রচনার দিন আজ। এছাড়া বাঙালি জাতির স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা গৌরবের এক অনন্য দিন আজ। ৫১ বছর আগের এ দিন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণে গর্জে উঠেছিল উত্তাল জনসমুদ্র।

তিনি আরো বলেন, লাখ লাখ মানুষের গগনবিদারী স্লোগানের উদ্দামতায় বসন্তের মাতাল হাওয়ায় সেদিন পত পত করে উড়ে বাংলাদেশের মানচিত্র খচিত লাল-সবুজের পতাকা।

(ডিসি/এএস/মার্চ ০৭, ২০২২)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test