E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফের ভাই বাবর গ্রেফতার

২০২২ মার্চ ০৮ ১৩:২৩:৫৬
সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফের ভাই বাবর গ্রেফতার

দিলীপ চন্দ, ফরিদপুর : দীর্ঘদিন আত্মগোপনে থেকে অবশেষে পুলিশের জালে ধরা পড়লেন সাবেক এলজিআরডি মন্ত্রী ও বর্তমান ফরিদপুর ৩ আসনের সংসদ সদস্য খন্দকার মোশাররফ হোসেনের ছোট ভাই মানি লন্ডারিং মামলার চার্জশিটভুক্ত আসামি ফরিদপুর সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান খন্দকার মোহতেশাম হোসেন বাবর। ফরিদপুর জেলা পুলিশ এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এ তথ্য জানান।

মঙ্গলবার (৮ মার্চ) রাত ১.৩০ মিনিটের সময় ইন্সপেক্টর তদন্ত আবুল খায়ের ও কোতোয়ালি থানা পুলিশ স্থানীয় পুলিশের সহায়তায় ঢাকা বসুন্ধরা আবাসিক এলাকার জি-ব্লক হতে তাকে গ্রেপ্তার করে।

তার বিরুদ্ধে তার ভাই খন্দকার মোশাররফ হোসেন এলজিআরডি মন্ত্রী থাকাকালীন সময়ে ভাইয়ের ক্ষমতাবলে ও দলীয় ক্ষমতা বলে ফরিদপুরে টেন্ডারবাজি, বিভিন্ন দপ্তরের কমিশন বাণিজ্য, চাকরি বাণিজ্য করে দেশে ও বিদেশে অঢেল সম্পত্তি অর্জন করেন। তার ছত্রছায়ায় ফরিদপুরে গড়ে তুলেছিলেন হাতুড়ি বাহিনী, হেলমেট বাহিনী, সহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড।

প্রধানমন্ত্রীর শুদ্ধি অভিযান চলাকালীন সময়ে এসব সন্ত্রাসী বাহিনী আত্মগোপনে চলে যায়। পরবর্তীতে সিআইডির দায়েরকৃত ডিএমপি কাফরুল থানায় তার বিরুদ্ধে ২৬ জুন ২০২০ সালে মানি লন্ডারিং প্রতিরোধ আইনে ২০১২ এর ৪(২) ধারায় মামলা হয়, মামলা নং ২৪।

সিআইডির তদন্তে অবৈধ সম্পদ অর্জন প্রমাণিত হওয়ায় তার বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয় এবং বিজ্ঞ আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। দীর্ঘ সময় তিনি আত্মগোপনে ছিলেন। আজ তাকে ফরিদপুর আদালতে সোপর্দ করেন। তার দেওয়া তথ্য যাচাই বাছাই করা হচ্ছে। নতুন আরও তথ্য পাওয়া গেলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জেলা পুলিশ জানান।

(ডিসি/এএস/মার্চ ০৮, ২০২২)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test