E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ঐ‌তিহা‌সিক ৭ মার্চেও বিদ‌্যাল‌য় ভবনে প্রাই‌ভেট টিউশন!

২০২২ মার্চ ০৮ ১৬:১২:১০
ঐ‌তিহা‌সিক ৭ মার্চেও বিদ‌্যাল‌য় ভবনে প্রাই‌ভেট টিউশন!

শাহনাজ পারভীন, বকশীগঞ্জ : জামালপুরের বক‌শীগঞ্জে নূর মহাম্মদ উচ্চ বিদ‌্যালয় ভব‌নে ঐতিহাসিক ৭ মার্চেও প্রাই‌ভেট টিউশন চালিয়েছেন দুই শিক্ষক।

গতকাল সোমবার (৭ মার্চ) বক‌শীগঞ্জ উপ‌জেলা প্রশাসন যখন সকাল ৯ টায় জা‌তির জনক বঙ্গবন্ধু শেখ মু‌জিবুর রহমা‌নের ঐ‌তিহা‌সিক ভাষ‌ণের বি‌ভিন্ন কর্মসূ‌চি নি‌য়ে ব‌্যস্ত, সে-সময়ে শিক্ষার্থী‌দের নি‌য়ে প্রাই‌ভেট টিউশন ব‌্যস্ত সময় পার ক‌রে‌ছেন ওই বিদ‌্যালয়ের ২ শিক্ষক। এ বিষয়‌টি সামা‌জিক যোগা‌যোগ মাধ‌্যমে ভাইরাল হ‌লে জ‌ড়িত শিক্ষক মো. মোক্তার হো‌সেন ও রা‌সেল আক‌ন্দের টনক ন‌ড়ে।

এ ঘটনায় বিদ‌্যাল‌য়ের প্রধান শিক্ষক মো. মাসুমুল হক সি‌দ্দিকী বলেন, ঘটনাটি অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক। সেই সঙ্গে তিনি প্রাইভেট টিউশনির কন্টেন্টটি বিদ‌্যাল‌য়ের স্বার্থে ফেসবুক থে‌কে মু‌ছে ফেলার জন‌্য সবাইকে অনুরোধ করেন।

এ বিষয়ে জানতে চাইলে উপ‌জেলা মাধ‌্যমিক শিক্ষা কর্মকর্তা মো. ছরুয়ার আলম বিষয়‌টি দেখ‌বেন ব‌লে জা‌নি‌য়ে‌ছেন।

(এসপি/এসপি/মার্চ ০৮, ২০২২)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test