E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

তৃণমূল নেতাকর্মীদের শেষ আশ্রয়স্থল জননেতা শামীম হক

২০২২ মার্চ ০৮ ১৮:২৯:১২
তৃণমূল নেতাকর্মীদের শেষ আশ্রয়স্থল জননেতা শামীম হক

দিলীপ চন্দ, ফরিদপুর : তৃণমূল নেতাকর্মীরাই আওয়ামী লীগের মূল চালিকাশক্তি। আওয়ামী লীগের দুঃসময়ে তৃণমূল নেতাকর্মীরাই রাজপথে নামে। তৃণমূল নেতাকর্মীদের মূল্যায়ন করতে না পারলে দলের ত্যাগী নেতাকর্মী সৃষ্টি হবে না।

তৃণমূল নেতা-কর্মীদের ত্যাগের কারণেই বাংলাদেশ আওয়ামী লীগ আজকের এই অবস্থানে এসেছে। এ ধরনের নেতা কর্মীরা সংগঠনকে দিতে আসেন নিতে আসেন না। তারা নিঃস্বার্থভাবে দলের জন্য আজীবন কাজ করে যান। তৃণমূল নেতাকর্মীরা আওয়ামী লীগের প্রাণ। ইতিহাস সাক্ষ্য দেয় একজন বঙ্গবন্ধু উঠে এসেছিলেন একজন সাধারণ কর্মী থেকে।

ফরিদপুর আওয়ামী লীগের সর্বস্তরের তৃণমূল নেতাকর্মীরা বিশ্বাস করেন তাদের বর্তমান রাজনৈতিক অবস্থার পরিপ্রেক্ষিতে তাঁদের শেষ আশ্রয়স্থল ভরসাস্থল একমাত্র জননেতা শামীম হক। এর কারণ হচ্ছে তার কর্মীবান্ধব গুণটির জন্য। মনে রাখতে হবে আওয়ামী লীগ কোন স্বৈরাচারের ঔরস থেকে ক্ষমতার হালুয়া রুটি খেতে খেতে জন্ম নেওয়া কোন দল নয়। এটি গণমানুষের অধিকার আদায়ের জন্য লড়াই করে জন্ম নেওয়া একটি দল। এই দলের পড়তে পড়তে আছে অসংখ্য নেতাকর্মীর আত্মত্যাগের ইতিহাস। আওয়ামী লীগের মূল শক্তি হচ্ছে তৃণমূলের শক্তি। তৃনমূল আওয়ামী লীগের প্রাণ। প্রাণ না থাকলে যেমন দেহের কোন অস্তিত্ব থাকে না, তেমনি তৃণমূল নেতাকর্মীরা না থাকলে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব থাকে না।

ফরিদপুর আওয়ামী লীগের গত এক যুগ ধরে হাইব্রিড চাটুকার শ্রেণীর লোক দলে বাসা বেঁধেছে। যাদের দাপটে ও অত্যাচারে তৃণমূল নেতারা কোণঠাসা। এই নব্য হাইব্রিড নেতাদের কারণে ত্যাগী নেতারা আজ কোণঠাসা হয়ে পড়েছে।
অসহায় তৃণমূল নেতাকর্মীরা এখন একটা বিশ্বাসের জায়গা খুঁজছে। বিগত বছরগুলোতে তারা হাইব্রিড নেতা কর্মী দ্বারা বিভিন্নভাবে নির্যাতিত নিপীড়িত ও অবহেলিত। হাতুড়ি বাহিনী ও হেলমেট বাহিনী দ্বারা অত্যাচারের শিকার। বিভিন্ন সময়ে তারা মামলা হামলার শিকার হয়েছেন। আজ তারা এমন একজন নেতার আশ্রয় খুজছেন যিনি তৃণমূল নেতাদের সুসংগঠিত করে দলকে আগামী দিনের জন্য সংগঠিত করে ফরিদপুরের বিগত দিনের লুটেরাদের ইতিহাস মুছে নতুন করে আন্দোলন সংগ্রামের জন্য প্রস্তুত করে রাখবে।

বিগত দিনে ফরিদপুর আওয়ামী লীগে নেতার অভাব ছিল না। কিন্তু প্রকৃত ত্যাগী কর্মীর অভাব ছিলো। বর্তমানে তৃণমূল নেতাকর্মীরা সেই নেতাকে খুজছেন যিনি প্রকৃত ত্যাগী কর্মীদের মূল্যায়ন করে কর্মী বান্ধব একটি প্রাণচঞ্চল জেলা আওয়ামী লীগ সংগঠন গড়ে তুলবেন।

বর্তমান সময়ে তৃণমূল নেতাকর্মীরা তাদের শেষ আশ্রয়স্থল হিসেবে জননেতা ও কর্মীবান্ধব শামীম হককে তাদের রাজনৈতিক পথপ্রদর্শক ও শেষ আশ্রয়স্থল হিসেবে তার ছায়া তলে থেকে তার রাজনৈতিক আদর্শে অনুপ্রাণিত হয়ে দলকে ভবিষ্যতে নেতৃত্বে এগিয়ে নিয়ে যাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। যে নেতা কখনোই তার ব্যক্তি ও পারিবারিক জীবন কে প্রাধান্য না দিয়ে দলের তৃণমূল নেতাকর্মীদের নিয়ে ভেবেছেন ও তাদের পাশে নিয়ে দল ও দেশের মঙ্গলের জন্য কাজ করেছেন সারাটি জীবন। তিনি দলের জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন তিনি আর কেউ নন তিনি হচ্ছেন মানবতার ফেরিওয়ালা জনবান্ধব নেতা ফরিদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শামীম হক। যাকে তৃণমূল নেতাকর্মীরা সময়ে-অসময়ে সুখে-দুঃখে আপদে-বিপদে কাছে পেয়ে থাকেন। তিনি কখনই নিজের কথা ভাবেন না সবসময়ই তার চিন্তা-চেতনায় তৃণমূল নেতা-কর্মী। মুজিব আদর্শ ও একাত্তরের চেতনায় উজ্জীবিত গরীব দুঃখী মানুষের বিপ্লবী নেতা ও দুর্নীতির ও শোষণের বিরুদ্ধে প্রতিবাদী শেখ হাসিনার আস্থাভাজন প্রকৃত নেতৃত্ব দানকারী একজন ত্যাগী নেতা শামীম হক।

মানবতার সেবক এই নেতার একান্ত সাক্ষাৎকারে উত্তরাধিকার ৭১ নিউজকে তিনি জানান, তার এখন আর চাওয়া পাওয়ার কিছু নেই মানবতার নেত্রী শেখ হাসিনার নেতৃত্বে তার আদর্শকে বাস্তবায়ন করে সাধারণ খেটে খাওয়া মানুষের পাশে থেকে তাদের সেবা করে যেতে পারলেই তার জীবন ধন্য হবে।

(ডিসি/এসপি/মার্চ ০৮, ২০২২)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test