E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ফরিদপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত

২০২২ মার্চ ০৮ ১৯:১১:৩৪
ফরিদপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত

দিলীপ চন্দ, ফরিদপুর : "টেকসই আগামীর জন্য জেন্ডার সমতাই  আজ অগ্রগণ্য" এ প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরে নানা কর্মসূচিতে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।

আজ মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে কবি জসীমউদ্দীন হলে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মাশউদা হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক অতুল সরকার।

অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার আলিমুজ্জামান বিপিএম, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট শামসুল হক ভোলা মাস্টার, অধ্যক্ষ শিলা রানী মন্ডল প্রমুখ।

বক্তারা বলেন নারী-পুরুষের সম্মিলিত মেধা ও শ্রমে দেশকে এগিয়ে নিতে হবে। সেজন্য জেন্ডার সমতা নিশ্চিত করতে হবে। কোথায় বৈষম্য রাখা চলবে না। তারা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ উন্নয়নের মহাসড়কে অবস্থান করছে। সেখানে নারী-পুরুষ উভয়ের মেধা ও শ্রম রয়েছে। সভাশেষে শেখ জামাল স্টেডিয়ামে মহিলা ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এছাড়া সামাজিক প্রতিরোধ কমিটি ও টিআইবি- সনাক এর উদ্যোগে সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে বইমেলার মঞ্চে "তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন বিষয়ক" এক আলোচনা সভা এডভোকেট শিপ্রা গোস্বামীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

(ডিসি/এসপি/মার্চ ০৮, ২০২২)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test