E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ঝালকাঠিতে পুলিশ বিভাগের উদ্যোগে মতবিনিময় সভা

২০১৪ সেপ্টেম্বর ২৪ ১৬:২৩:৩৬
ঝালকাঠিতে পুলিশ বিভাগের উদ্যোগে মতবিনিময় সভা

ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির পুলিশ সুপার মো. মজিদ আলী বলেন, আসন্ন শারদীয় দূর্গা পূজা উপলক্ষে প্রতিটি পূজা মন্ডপে পুলিশ ও আনসারের পাশাপাশি কমিটির নিজস্ব নিরাপত্তা কমিটি করতে হবে। এই উৎসব চলাকালিন সময়ে যদি কেউ মাদকাসক্ত অবস্থায় মন্দির এলাকায় প্রবেশ এবং কেহ ইভটিজিং করলে তাকে পুলিশে সোপর্দ করতে হবে।

পুলিশের একটি কন্ট্রোল রুম খোলা হবে। এই কন্ট্রোল রুমের ফোন নম্বর জানিয়ে দেয়া হবে। যাতে যেকোন সময় সার্বিক খবরা খবর পুলিশের নজরে দেয়া যায়। ঝালকাঠি জেলার সীমান্তবর্তী এলাকা থেকে বহিরাগত কোন বখাটেরা প্রবেশ করলে স্থানীয় কমিটি তাদের চিহ্নিত করে পুলিশে সোপর্দ করতে হবে। পাশাপাশি হাইওয়ে সড়কে অথবা সড়কের পাশে কোন গরুর হাট বসানো যাবেনা। নির্ধারিত গরুর হাটে পুলিশ আইনশৃংখলা রক্ষায় সার্বক্ষনিক তৎপর থাকবে।

কোন দালাল চক্র বা জাল টাকার সন্ধান পেলে তাৎক্ষনিক ভাবে পুলিশকে অবহিত করতে হবে। এব্যাপারে সবাইকে সতর্ক থেকে আইনশৃংখলা বাহিনীকে সহযোগীতা করার আহবান জানাচ্ছি। ধর্ম যার যার উৎসব সবার। আসন্ন পবিত্র ঈদুল ফিতর ও দূর্গাপুজা পালন উপলক্ষে ঝালকাঠি পুলিশ বিভাগের উদ্যোগে ‘ওপেন হাউজ ডে’ আলোচনা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মতবিনিময় সভায় পুলিশ সুপার নিজেই উপস্থিত পূজা কমিটির নেতৃবৃন্দের কাছ থেকে তাদের সমস্যার কথা শুনেন। এরপর তিনি তা সমাধানে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। এছাড়াও পৌর মেয়রসহ ইউনিয়ন চেয়ারম্যানদের স্বস্ব এলাকায় শান্তিপূর্ন ভাবে পূজা উদযাপনের জন্য সার্বিক সহযোগীতার অনুরোধ জানান পুলিশ সুপার।

সকাল ১১ টায় ঝালকাঠি থানা চত্বরে আয়োজিত এ অনুষ্ঠানে উপজেলার সকল ইউনিয়ন চেয়ারম্যান, গ্রাম পুলিশ ও গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। এতে সদর থানার ওসি শিলমনি চাকমার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সিনিয়র সহকারি পুলিশ সুপার (সার্কেল) আফম আনোয়ার হোসেন, পৌর মেয়র আফজাল হোসেন, জেলা আওয়ামীলীগ যুগ্মসম্পাদক বাসন্ডা ইউপি চেয়ারম্যান মোবারক হোসেন মল্লিক, আওয়ামীলীগ নেতা ও পুজ উৎজাপন কমিটির সাধারন সম্পাদক তরুন কর্মকার, যুবলীগ নেতা ও প্যানেল মেয়র রেজাউল করিম জাকির, আওয়ামীলীগ নেতা শহিদ জোমাদ্দার, সাবেক চেম্বার সবাপতি মোঃ মাহাবুবুর রহমান, নবগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান মো. মজিবুর রহমান, ধানসিড়ি ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জাকির হোসেন, পৌরসভার কাউন্সীলর আলমগীর হোসেন, কাউন্সীলর হুমাউন কবির, কাউন্সীলর রফিকুল ইসলাম। অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন সদর থানার সেকেন্ড অফিসার এসআই মো. হালিম তালুকদার।

(ডিএস/এএস/সেপ্টেম্বর ২৪, ২০১৪)

পাঠকের মতামত:

২৩ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test