E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

অসহায় নারীর ওমরাহ পালনের দায়িত্ব নিলেন উপজেলা চেয়ারম্যান 

২০২২ মার্চ ০৯ ১৮:০৯:৫৩
অসহায় নারীর ওমরাহ পালনের দায়িত্ব নিলেন উপজেলা চেয়ারম্যান 

নূরুল আমিন খোকন, ফেনী : নারী দিবসে ফেনীর ছাগলনাইয়ায় অসহায় বয়স্ক এক নারীর পবিত্র ওমরাহ হজ্ব পালনের দায়িত্ব নিলেন ছাগলনাইয়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেজবাউল হায়দার চৌধুরী সোহেল।

গতকাল মঙ্গলবার (৮ মার্চ) দুপুরে রাধানগর ইউনিয়নের বাসিন্দা এক অসহায় বৃদ্ধা নারী উপজেলা চেয়ারম্যানের কার্যালয়ে গিয়ে পবিত্র ওমরা হজ্ব পালনে নিজের অসহায়ত্ব নিয়ে কিছু অর্থ সহায়তার জন্য ছুটে আসেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেজবাউল হায়দার চৌধুরী সোহেলের কাছে।

এসময় অসহায় বৃদ্ধা ওই মহিলা বলেন, এবছর তাঁর নিকটতম আত্মীয়রা পবিত্র ওমরাহ হজ্ব পালনে মক্কায় যাওয়ার প্রস্তুতি নিলেও অর্থ সংকটে পড়ে যাওয়া হচ্ছিল না তাঁর। পূরণ হচ্ছিলনা তার দীর্ঘদিনের ওমরাহ পালনের লালিত স্বপ্ন। দীর্ঘদিনের চেষ্টায় পবিত্র ওমরাহ পালনের জন্য কিছু অর্থ সঞ্চয় করলেও তা মূল খরচের তুলনায় অতিসামান্য।

অবশেষে মায়ের বয়সী বৃদ্ধ মহিলার সকল আক্ষেপের কথা মন দিয়ে শুনে কিছু অর্থ সহায়তা নয় বরং তৎক্ষনাত সেই বয়োবৃদ্ধ নারীকে সম্পূর্ণ নিজ খরচে ওমরাহ হজ্ব করাবেন বলে ঘোষণা দেন উপজেলা চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী।

সম্পূর্ণ তার খরচে বয়োবৃদ্ধ সেই নারী পবিত্র কাবা শরিফ, সাফা-মারওয়া সহ মদিনায় রাসুলুল্লাহ (সা.) এর রওজা শরিফ জিয়ারত করাবেন বলে তাৎক্ষণিক সেই নারীর পাসপোর্ট বুঝে নিয়ে দ্রুত সময়ে ওমরাহ হজ্ব পালনের সকল কার্যক্রম সম্পন্ন করে দ্রুত সময়ে তাকে সৌদি আরবে পাঠানোর ব্যবস্থা করতে স্থানীয় এক ট্রাভেলস এজেন্সিকে দায়িত্ব দেন তিনি।

(এনকে/এসপি/মার্চ ০৯, ২০২২)

পাঠকের মতামত:

২৮ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test