E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পাথরঘাটায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

২০২২ মার্চ ১০ ১৭:০৪:১৮
পাথরঘাটায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

পাথরঘাটা প্রতিনিধি : বরগুনার পাথরঘাটা থানা ও কমিউনিটি পুলিশিং কমিটির আয়োজনে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে।

পাথরঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল বাশার এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার (পাথরঘাটা বামনা সার্কেল) তোফায়েল হোসেন সরকার।

বক্তব্য রাখেন, পাথরঘাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অমল তালুকদার, পাথরঘাটা সদর ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন, ওয়ার্ড কাউন্সিলর রফিকুল ইসলাম কাঁকন ও মোসাফ্ফের হোসেন বাবুল।

পুলিশিং কমিটি ও জনপ্রতিনিধিদের পক্ষ থেকে অসংখ্য বক্তা মাদক,ইয়াবা, ইভটিজিং নিয়ে তাদের সমস্যা-সম্ভাবনা তুলে ধরে গঠন মূলক বক্তব্য রাখেন।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন পাথরঘাটা থানা (ওসি) তদন্ত সঞ্জয় কুমার মজুমদার।

প্রধান অতিথি বলেন, পাথরঘাটা পুলিশ অত্যন্ত আন্তরিকতা নিয়ে আপনাদের সেবা দিয়ে যাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী আপনাদের সেবার জন্য দুটি উপজেলা নিয়ে একজন অতিরিক্ত পুলিশ সুপার এই আমাকে আপনাদের সেবার জন্য এখানে নিয়োগ দিয়ে রেখেছেন। কমিউনিটি পুলিশিং কমিটি জনগণের সাথে মিলেমিশে কাজ করে যাচ্ছে। এজন্যই আমরা বলে থাকি "পুলিশই জনতা, জনতাই পুলিশ।"

চুরি ডাকাতি, সন্ত্রাসী রাহাজানি, মাদক সেবন এবং বিকিনিকি এসকল-ই আমাদের সমাজের জন্য একটি বিষফোঁড়া। সকল প্রকার অনিয়মের বিরুদ্ধে পুলিশ কাজ করে যাচ্ছে। আপনারা পুলিশিং কমিটিতে যারা রয়েছেন এবং এর বাইরেও যারা রয়েছেন আমাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করুন।

সভাপতির বক্তব্যে ওসি আবুল বাশার বলেন, পুলিশি সেবা জনগনের দোরগোড়ায় পৌঁছে দিতে আমরা তৎপর। আর সে লক্ষ্যে কমিউনিটি পুলিশ, বিট পুলিশ কমিটি গঠন করা হয়েছে। আপনারা সঠিক তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করুন এবং সেবা নিন।

(এটি/এসপি/মার্চ ১০, ২০২২)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test