E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বকশীগঞ্জে অগ্নিনির্বাপণ প্রশিক্ষণ মহড়া 

২০২২ মার্চ ১০ ১৭:৫২:৩৬
বকশীগঞ্জে অগ্নিনির্বাপণ প্রশিক্ষণ মহড়া 

শাহনাজ পারভীন, বকশীগঞ্জ : জামালপুরের বকশীগঞ্জে অগ্নি নির্বাপণ প্রশিক্ষণ ও উদ্ধার মহড়া অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (১০ মার্চ) দুপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের উদ্যোগে এ মহড়া অনুষ্ঠিত হয়।

বকশীগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মকর্তা তুহিনের নেতৃত্বে ভোকেশনাল মাঠে এ প্রশিক্ষণ মহড়া পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার মুনমুন জাহান লিজা।

মহড়ায় জরুরি অবস্থায় কোথায়, কিভাবে আগুন নিয়ন্ত্রণে আনা হয়, সে-বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়। বিশেষ করে বাসা-বাড়ি, অফিস ও চায়ের দোকানে গ্যাস সিলিন্ডারসহ ছোটখাটো আগুন লাগলে কিভাবে তাৎক্ষণিকভাবে আগুন নিয়ন্ত্রণ করা যায়, এ বিষয়ে বাস্তবধর্মী প্রশিক্ষণসহ নানা বিষয়ে প্রশিক্ষণ দেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

এতে বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয়, যুব মহিলা লীগের সভাপতি জোহুরা বেগম, বকশীগঞ্জ স্বাস্থ্য কর্মকর্তা ডা. প্রতাপ নন্দী, বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তুরিকুল ইসলাম, ভোকেশনাল শিক্ষার্থীদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।

(এসপি/এসপি/মার্চ ১০, ২০২২)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test