E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কিশোরগঞ্জে জাল নোট সনাক্তকরণ মেশিন বিতরণ

২০১৪ সেপ্টেম্বর ২৪ ১৭:২৯:৩৫
কিশোরগঞ্জে জাল নোট সনাক্তকরণ মেশিন বিতরণ

কিশোরগঞ্জ প্রতিনিধি : পবিত্র ঈদুল আযহা উপলক্ষে জেলার সর্বত্রই জাল টাকা  প্রতিরোধে কিশোরগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি  উদ্যোগে আনুষ্ঠানিক ভাবে জাল নোট সনাক্ত করন মেশিন বিতরণ করা হয়েছে।

আজ দুপুরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে কিশোরগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি ও বিশিষ্ট সমাজ সেবক বাদল রহমান এর সভাপতিত্বে জেলা প্রশাসক এস.এম.আলম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাল নোট সনাক্ত করণ মেশিন বিতরণের শুভ উদ্বোধন করেন। অনুষ্ঠানে এ সময় প্রধান অতিথি জেলার ১৩ উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তাগণসহ বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানের নেতৃবৃন্দের হাতে ২৫ টি মেশিন তুলে দেন।

প্রধান অতিথি তার সংক্ষিপ্ত বক্তৃতায় কিশোরগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির জাল নোট সনাক্ত করন মেশিন বিতরণের এ প্রশংসনীয় উদ্যোগকে স্বাগত জানান। জেলার আপাময় জনসাধারন জাল নোট প্রতারক সেন্ডিকেট চক্রের দৌরাত্মা থেকে নিজেদের সামলিয়ে রাখার এ আধুনিক প্রযুক্তি ব্যবসা বাণিজ্যর প্রসার ঘটবে ও ডিজিটাল বাংলাদেশ গড়ার সহায়ক ভূমিকা হিসেবে দেশ আরো এগিয়ে যাচ্ছে বলে মন্তব্যে করেন। তিনি কিশোরগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি কর্তৃপক্ষকে ব্যবসায়িক স্বার্থে এমনকি দেশ ও জাতির কল্যাণে আরো নতুন নতুন প্রযুক্তি সরবরাহের উদাত্ত আহবান জানান।

এ ছাড়াও বিতরণ অনুষ্ঠানে জেলা প্রশাসনের সিনিয়র নির্বাহি ম্যাজিষ্ট্রেট আবু তাহের মো. সাঈদ, কিশোরগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক রহুল আমিন জুয়েল, বড় বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মো. তাজুল ইসলাম,গৌরাঙ্গ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মো. আমিনুল ইসলাম আশফাক, প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, ব্যবসায়ী নেতৃবৃন্দ ও সুশীল সমাজের গণ্যমান্য ব্যাক্তিবর্গসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

(পিকেএস/এএস/সেপ্টেম্বর ২৪, ২০১৪)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test