E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

হিন্দু আইন সংস্কার নিয়ে হিন্দু নেতৃবৃন্দ

সংখ্যালঘু সুরক্ষা আইন ও সংখ্যালঘু মন্ত্রণালয় করার জোর দাবি

২০২২ মার্চ ১৩ ১২:৫৮:২৮
সংখ্যালঘু সুরক্ষা আইন ও সংখ্যালঘু মন্ত্রণালয় করার জোর দাবি

গৌরাঙ্গ দেবনাথ অপু, ব্রাহ্মণবাড়িয়া : স্বাধীনতার ৫০ বছরেও দেশে সংখ্যালঘু সুরক্ষা আইন ও সংখ্যালঘু মন্ত্রণালয় তৈরী না হওয়ায় অবিলম্বে বাংলাদেশে বসবাসরত সংখ্যালঘুদের অধিকার ও নিরাপত্তা সুনিশ্চিত করতে সবার আগে সংখ্যালঘু সুরক্ষা আইন ও সংখ্যালঘু মন্ত্রণালয় করার জোর দাবি জানিয়েছেন দেশের হিন্দু সম্প্রদায়ের শীর্ষ নেতৃবৃন্দ। পাশাপাশি এ দেশে বসবাসরত হিন্দুদেরকে যেন কোনভাবেই আর বিভাজিত ও নির্যাতিত হতে না হয়, সেজন্য সকলের মতামতের ভিত্তিতে হিন্দু আইন সংস্কারের জন্যও সরকারের প্রতি উদাত্ত আহবান জানানো হয়েছে।

বাংলাদেশে হিন্দু পারিবারিক আইন সংস্কার নিয়ে ইতিমধ্যে চলমান বিতর্কের পক্ষে ও বিপক্ষে অবস্থান নেয়া দেশের দুই পক্ষের শীর্ষ হিন্দু নেতারা গতকাল শনিবার রাতে এক ভার্চ্যুয়াল টকশোতে অংশ নিয়ে বর্তমান সরকারের প্রতি উপরোক্ত দাবি জানিয়েছেন।

ব্রাহ্মণবাড়িয়া থেকে প্রচারিত জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল নবীনগরের কথা তাদের ১২১-তম পর্বে এ প্রাণবন্ত ভার্চ্যুয়াল টকশোটির আয়োজন করে।

দৈনিক বাংলা ৭১ এর বিশেষ প্রতিনিধি ও নবীনগরের কথার সম্পাদক গৌরাঙ্গ দেবনাথ অপুর পরিকল্পনা ও সঞ্চালনায় পৌণে দুই ঘন্টারও বেশী সময় ধরে চলা ভার্চুয়াল এ টকশোতে অংশ নেন হিন্দু আইন পরিবর্তন, প্রতিরোধ সম্মিলিত পরিষদের সভাপতি, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী এডভোকেট ড. ঝুলন কান্তি পাল (জে কে পাল), বাংলাদেশ জাতীয় হিন্দু সমাজ সংস্কার সমিতি ও সম্মিলিত সনাতন হিন্দু পরিষদের সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক প্রফেসর হীরেন্দ্রনাথ বিশ্বাস, শ্রী শ্রী স্বামী ভোলানন্দগিরি আশ্রম ট্রাস্টিবোর্ডের সহসভাপতি, বিশিষ্ট আইনজীবী এডভোকেট ডিএল চৌধুরী, বাংলাদেশ হিন্দু আইন সংস্কার পরিষদের সভাপতি ও ঢাকা বিশ্বিবদ্যালয়ের সংস্কৃত বিভাগের বিভাগীয় প্রধান ড. ময়না তালুকদার এবং একই সংগঠনের সাধারণ সম্পাদক বিশিষ্ট সাংবাদিক অমিয় ঘটক পুলক।

ভার্চুয়াল এ অনুষ্ঠানটি চলাকালে দেশ বিদেশ থেকে প্রায় সাত'শ দর্শক হিন্দু আইন সংস্কারের পক্ষে বিপক্ষে তাদের মতামত তুলে ধরেন। যাদের একটি অংশ বেদ ও উপনিষদ অনুযায়ি হিন্দু সম্পতিতে নারীর সম অধিকার নিশ্চিত করতে হিন্দু আইন সংস্কারের জোর দাবি জানিয়েছেন। পাশাপাশি যে আইন সংস্কার হলে হিন্দুদের মধ্যে পারিবারিক বিশৃংখলা দেখা দিবে, সেরকম আইন সংস্কার থেকে বিরত থাকার জন্য অন্য অংশটি সরকারের প্রতি উদাত্ত আহবান জানিয়েছেন।

(জিডিএ/এএস/মার্চ ১৩, ২০২২)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test