E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

জামালপুরে নারীর ক্ষমতায়ন মেলা

২০২২ মার্চ ১৩ ২০:১২:২৫
জামালপুরে নারীর ক্ষমতায়ন মেলা

রাজন্য রুহানি, জামালপুর : ‘জাগো নারী জাগো বহ্নিশিখা’ এই প্রতিপাদ্যে ক্ষুদ্র কৃষকদের পরিবারে পুষ্টি অবস্থার উন্নয়ন ও অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে নারীর ক্ষমতায়ন মেলা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৩ মার্চ) সকাল সাড়ে ১০টায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ নিউট্রিশন সেনসেটিভ ভ্যালু চেইনস্ ফর স্মলহোল্ডার ফারমারস্ (এসএসভিসি) প্রকল্পের আওতায় সংঘের চাইল্ড সিটি প্রাঙ্গণে এ মেলা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার নাসির উদ্দিন আহমদ।

বর্ণিল বেলুনগুচ্ছ উড়িয়ে আনুষ্ঠানিকভাবে মেলা উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোকলেছুর রহমান।

ওয়ার্ল্ড ভিশনের ডিরেক্টর ফিল্ড প্রোগ্রাম অপারেশন, কোস্টাল এন্ড রিভার বেসিন ক্লাস্টার লিমা হান্না দারিংয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উদীচী শিল্পীগোষ্ঠীর কেন্দ্রীয় সংসদের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আলী ইমাম দুলাল, ওয়ার্ল্ড ভিশনের ন্যাশনাল ডাইরেক্টর সুরেশ বার্টলেট, জেষ্ঠ্য পরিচালক অপারেশন প্রোগ্রাম এন্ড কোয়ালিটি চন্দন জেড গমেজ, উন্নয়ন সংঘের নির্বাহী পরিচালক মো. রফিকুল আলম মোল্লা।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের ডিরেক্টর- অপারেশন সাগর মারান্ডি। সভায় বিষয়ভিত্তিক বক্তব্য রাখেন ডা. সৈয়দ আহম্মদ সাফি, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক উদ্যান কৃষিবিদ সাখাওয়াত হোসেন, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক কামরুন্নাহার।

আলোচনা সভার আগে শিল্পকলা একাডেমির শিল্পীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। শুরুতেই অতিথিরা মেলায় স্থাপিত স্টল পরিদর্শন করেন। সভা শেষে অংশীজনদের জীবনের সফল গল্প নিয়ে রচিত গন্থের মোড়ক উন্মোচন করেন অতিথিরা।

এছাড়া সফল উদ্যোক্তাসহ বিভিন্ন ক্যাটাগরিতে ৩০জনের মাঝে সম্মননা স্মারক প্রদান করা হয়। ওয়ার্ল্ড ভিশনের ৫০ বছর পূর্তি উপলক্ষে কেক কাটার মধ্যদিয়ে উদ্বোধনী অনুষ্ঠানের সমাপ্ত হয়।

মেলার দ্বিতীয় পর্বে উন্নয়ন সংঘ ও ওয়ার্ল্ড ভিশনের কর্মীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।

মেলায় স্থাপিত ১৫টি স্টলের মধ্যে কমিউনিটি সেলস এজেন্ট, নারী উদ্যক্তা, কৃষি, পুষ্টি, মেনসকেয়ার, ফটো গ্যালারী, পেট্রোকেম্প,ইন্সাহানী লিমিটেড, এ.আর মালিক, জামালপুর এপি, ইসলামপুর এপি, বিংগস প্রকল্প, সমতা প্রকল্প ইত্যাদি।

উল্লেখ, অষ্ট্রেলিয়া সরকারের অষ্ট্রেলিয়া এনজিও কর্পোরেশনর আর্থিক সহায়তায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ নিউট্রিশন সেনসেটিভ ভ্যালু চেইনস্ ফর স্মলহোল্ডার ফারমারস্ (এসএসভিসি) প্রকল্পটি উন্নয়ন সংঘের সাথে অংশীদারিত্বের ভিত্তিতে জামালপুর জেলার ৩টি উপজেলায় (জামালপুর সদর, ইসলামপুর এবং দেওয়ানগঞ্জ উপজেলা) বাস্তবায়ন করছে। প্রকল্পটি ২০,০০০ জন ক্ষুদ্র কৃষক ও তাদের পরিবারের নিয়ে কাজ করছে যার মধ্যে প্রায় ১৩৫০০ জন নারী ও ৬৫০০ জন পুরুষ।

প্রকল্পের মূল লক্ষ্য হচ্ছে, প্রকল্পের সুবিধাভোগী পরিবারের অর্থনৈতিক উন্নয়ন ও পুষ্টি অবস্থার উন্নয়ন।

এনএসভিসি প্রকল্প ক্ষুদ্র কৃষকদের সরকারি সেবাদানকারি বিভাগের সাথে যোগাযোগ স্থাপনে সহযোগিতা করছে। আধুনিক কৃষি প্রযুক্তির সাথে পরিচিত করছে এবং আধুনিক প্রযুক্তি ব্যবহারে উদ্বুদ্ধ করছে। আবার মানসম্পন্ন কৃষি উপকরণ সুলভ মূল্যে প্রাপ্তির জন্য বেসরকারি কৃষি উপকরন উৎপাদনকারী/সরবরাহকারীদের সাথে কার্যকরী সম্পর্ক স্থাপন করতে সহযেগিতা করেছে। ফলে কৃষকদের কৃষি উৎপাদন পূর্বের থেকে অনেক বৃদ্ধি পেয়েছে, পরিবারের আয় বৃদ্ধি পেয়েছে এবং পরিবারে পুষ্টি অবস্থার উন্নয়ন সাধিত হচ্ছে। সেইসাথে প্রকল্পের সুবিধাভোগীদের পুষ্টি ও লিঙ্গ সমতার সম্পর্ক বিষয়ে সচেতন করা চচ্ছে। ফলশ্রুতিতে, নারীদের ক্ষমতায়ন ঘটছে।

প্রকল্পে বেশ কিছু নারী কৃষি উদ্যোক্তা তৈরি করেছে যারা দক্ষতার সাথে তাদের ব্যবসা পরিচালনা করছে। নারীদের সফলতাকে সরকারি সংশ্লিষ্টি বিভাগ, দাতা সংস্থা ও অন্যান্যদের নিকট তুলে ধরার জন্য এনএসভিসি প্রকল্প ” নারীর ক্ষমতায়ন মেলার” আয়োজন করেছে।

(আরআর/এএস/মার্চ ১৩, ২০২২)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test