E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কৃষক হত্যা দিবসে কলাপাড়ায় কৃষক সমাবেশ ও বিক্ষোভ মিছিল

২০২২ মার্চ ১৫ ১২:৩৫:৫৩
কৃষক হত্যা দিবসে কলাপাড়ায় কৃষক সমাবেশ ও বিক্ষোভ মিছিল

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি : ১৫ মার্চ কৃষক হত্যা দিবস উপলক্ষে পটুয়াখালীর কলাপাড়ায় বিক্ষোভ মিছিল, কৃষক সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় দলীয় কার্যালয়ে পৌর কৃষক লীগের উদ্যোগে আয়োজিত কৃষক সমাবেশে সভাপতিত্ব করেন পৌর কৃষক লীগের সভাপতি এস এম সৌরভ সিকদার। সাধারণ সম্পাদক দোলন ঢালীর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মহিববুর রহমান। উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক প্রভাষক ইউসুফ আলী, পৌর কাউন্সিলর উম্মে তামিমা বিথী প্রমুখ।

সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য বলেন, বর্তমান সরকার কৃষকদের ন্যায্যমূল্যে সারসহ কৃষি উপকরণ সরবরাহ করছে। অথচ জোট সরকারের আমলে সারের জন্য কৃষকদের নির্মমভাবে হত্যা করা হয়েছে। কৃষকদের নির্মমভাবে হত্যার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। একইসাথে বর্তমান কৃষক বান্ধব সরকারের সকল উন্নয়ন প্রকল্পের বরাদ্দ যাতে কৃষকরা সমানভাবে পায় এজন্য কৃষক নেতাদের সজাগ থাকার আহবান জানান।

কৃষক সমাবেশ শেষে সারের জন্য কৃষক হত্যার প্রতিবাদে এক বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি পৌর শহর প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।

উল্লেখ্য, ১৯৯৫ সালে সার কিনতে গিয়ে বিএনপি-জামাত জোট সরকারের কর্তৃক ১৮ জন কৃষককে নির্মমভাবে নিহত হয়।

(এমকেআর/এএস/মার্চ ১৫, ২০২২)

পাঠকের মতামত:

১৮ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test