E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ভৈরবে সমবায়ীদের নিয়ে দিনব্যাপী ভ্রাম্যমাণ প্রশিক্ষণ

২০২২ মার্চ ১৫ ১৯:০২:৪৩
ভৈরবে সমবায়ীদের নিয়ে দিনব্যাপী ভ্রাম্যমাণ প্রশিক্ষণ

মিলাদ হোসেন অপু, ভৈরব : সমবায় শক্তি, সমবায় মুক্তি- এ শ্লোগানকে সামনে রেখে কিশোরগঞ্জের ভৈরবে দিনব্যাপী ভ্রাম্যমাণ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সমবায় সমিতি সদস্যদের আর্থ সামাজিক অবস্থা উন্নয়নের লক্ষে উপজেলা পরিষদ বঙ্গবন্ধু হলরুমে উপজেলা সমবায় অফিসার শহিদুল ইসলামের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাদিকুর রহমান সবুজ।

এ সময় ভ্রাম্যমাণ প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ জেলা প্রশিক্ষক অলকা বেগম ও উপজেলা সহকারী সমবায় অফিসার মোবারক হোসেন।

আলোচনা সভায় অন্যান্য অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন, ভৈরব উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান মনোয়ারা বেগম, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. শিরিনা খাতুন, দৈনিক পূর্বকণ্ঠ নির্বাহী সম্পাদক ও শিকড় সমবায় ও ঋণদান সমিতির সভাপতি মিলাদ হোসেন অপুসহ বিভিন্ন সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদকবৃন্দ।

এ সময় বক্তারা বলেন, সমবায় হলো একমুষ্টি ঐক্যবদ্ধতার সমষ্টিগত সংগঠন। সমবায়ের আর্থিক উন্নয়ন হলে সমষ্টিগত উন্নয়ন হয়। সমবায়ের অস্বচ্ছ সদস্যদের ক্ষুদ্র ঋণের মাধ্যমে স্বাবলম্বী করার প্রশংসনীয় কার্যক্রম। এ কার্যক্রম অব্যাহত রেখে মানুষ যেন সমবায়ের মাধ্যমে টাকা নিয়ে স্বাবলম্বী হওয়ার জন্য এই টাকা ব্যয় করে এই আহ্বান জানান অতিথিবৃন্দ।

(এম/এসপি/মার্চ ১৫, ২০২২)

পাঠকের মতামত:

২০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test