E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ভৈরবে বিশ্ব ভোক্তা অধিকার দিবসে র‌্যালি

২০২২ মার্চ ১৫ ১৯:০৯:১৭
ভৈরবে বিশ্ব ভোক্তা অধিকার দিবসে র‌্যালি

মিলাদ হোসেন অপু, ভৈরব : কিশোরগঞ্জের ভৈরবে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। ডিজিটাল আর্থিক ন্যায্যতা প্রতিপ্রাদ্য নিয়ে আজ মঙ্গলবার উপজেলা পরিষদ কনফারেন্স রুমে আলোচনা সভা শেষে র‌্যালির আয়োজন করা হয়।

আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাদিকুর রহমান সবুজ এর সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর রুহুল আমিন, ভৈরব পৌরসভার স্যানিটারী ইন্সপেক্টর নাছিমা বেগম, দৈনিক প্রথম আলো নিজস্ব প্রতিবেদক মো. সুমন মোল্লা, শিবপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, ভোক্তাদের অধিকার রক্ষার্থে সরকার বিভিন্ন পদক্ষেপ হাতে নিয়েছে। বিভিন্ন সিন্ডিকেটের মাধ্যমে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম ভোক্তাদের ক্রয় ক্ষমতার আওতার বাইরে গেলে সরকার সাথে সাথে পদক্ষেপ নিচ্ছে। সরকারের নির্ধারিত দামে অনেক জিনিস ভোক্তারা ক্রয় করতে পারছে না। বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানগুলো থেকে ভোক্তারা প্রতারিত হচ্ছে। আসল-নকল কিংবা দামের মারপেচে প্রতিনিয়ত ভোক্তাদের ঠকানো হচ্ছে। অর্থাৎ সবখানে ভোক্তা বঞ্চনার হার বেড়েছে আশঙ্কাজনকভাবে। থেমে নেই ভেজাল পণ্য বা ঔষধ বিক্রিও। অবৈধ প্রক্রিয়ায় মানহীন পণ্য উৎপাদন ও বিপণন চলছে সমানতালে। ক্রেতা ভোক্তাকে আকৃষ্ট করা হচ্ছে মিথ্যা প্রলোভনের বিজ্ঞাপনে। ওজনে কারচুপিতো হচ্ছেই। বিক্রি হচ্ছে মেয়াদ ও নকল পণ্য। এ বিষয়ে সরকারের পক্ষ থেকে বিভিন্ন পদক্ষেপ নেয়া হচ্ছে এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয় যেখানে অনিয়ম হবে সেখানে যেন উপজেলা ও পৌর স্যানিটারী ইন্সপেক্টরদের খবর দেয়া হয়। এ বিষয়ে উপজেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে যে কোন পদক্ষেপ নিতে সোচ্চার রয়েছে।

(এম/এসপি/মার্চ ১৫, ২০২২)

পাঠকের মতামত:

২০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test