E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সোনালী ব্যাংকের চুরি যাওয়া ২০ লাখের ১৩ লাখ টাকা উদ্ধার, গ্রেফতার ২ 

২০২২ মার্চ ১৬ ১৮:০৮:৩২
সোনালী ব্যাংকের চুরি যাওয়া ২০ লাখের ১৩ লাখ টাকা উদ্ধার, গ্রেফতার ২ 

দিলীপ চন্দ, ফরিদপুর : ফরিদপুর জেলা পুলিশের উদ্যোগে এক প্রেস ব্রিফিং আজ বুধবার বেলা একটায় পুলিশ সুপারের কার্যালয় অনুষ্ঠিত হয়। এতে প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের বিভিন্ন তথ্য প্রদান করেন অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার, কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল জলিল সহ পুলিশ বিভাগের অন্যান্য কর্মকর্তাবৃন্দ ।

প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, মামলার বাদী মোহাম্মদ নজরুল ইসলাম (৪২), পিতা-মৃত জয়নাল আবেদীন, সাং-বিলমামুদপুর নুর মোহাম্মাদ ডাঙ্গী, থানা-কোতোয়ালী, জেলা-ফরিদপুর গত ইংরেজি ০৬ ফেব্রুয়ারি তারিখে ফরিদপুর পোস্ট অফিস হইতে তার বাবার পেনশনের সঞ্চিত ২০ লক্ষ টাকা উত্তোলন করেন অতঃপর উক্ত টাকা নিয়ে সোনালী ব্যাংক কোর্ট বিল্ডিং শাখায় সঞ্চয়পত্রের জমা রাখার উদ্দেশ্যে ম্যানেজারের কক্ষে সোপা সেট এর উপর টাকার ব্যাগটি রাখেন। ম্যানেজার টাকা জমা নেওয়ার সংশ্লিষ্ট কর্মকর্তার সাথে কথা বলতে তিনি কথা বলার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তারা ডেস্কে যান এই ফাঁকে মাত্র এক মিনিটের মধ্যে অজ্ঞাতনামা চোরেরা উক্ত ২০ লক্ষ টাকার ব্যাগটি চুরি করে নিয়ে দ্রুত ব্যাংক হতে চলে যায়। এই সংক্রান্ত কোতোয়ালী থানার মামলা নাম্বার ধারা ৩৮০ তারিখ ৭ই ফেব্রুয়ারি ২০২২ পেনাল কোড রুজু করা হয় । মামলাটি এস আই শামীম হাসানকে তদন্তের দায়িত্ব দেওয়া হয় তদন্তকারী কর্মকর্তা শামীম হাসান মামলাটি তদন্ত কালে সংশ্লিষ্ট এলাকার ভিডিও ফুটেজ পর্যালোচনা করে এবং আধুনিক তথ্য প্রযুক্তির সহায়তায় ৩ জন আসামীকে সনাক্ত করতে সক্ষম হয়।

পরবর্তীততে এস আই শামীম হাসানের নেতৃত্বে কোতয়ালী থানার একটি চৌকস টিম গত ১৫ই মার্চ তারিখে ভোর ০৫.০৫ মিনিটের সময় আসামী মোঃ ফারুক শেখ (৬০),পিতা-মৃত ফটিক শেখ, সাং-হোগলাডাঙ্গা, থানা-হরিণটানা, কেএমপি খুলনাকে তার নিজ বাসা হতে গ্রেফতার করে। এসময় আসামীর নিকট চুরি যাওয়া নগদ ৩ লক্ষ টাকা উদ্ধার করে। পরবর্তীতে তার স্বীকারোক্তি মতে ও তথ্য প্রযু্ক্তির সহায়তায় অপর আসামী মোহাম্মদ আলী (৪৫), পিতা-মোঃ জৈনদ্দিন ওরফে জিয়া উদ্দিন, সাং-পূব কোলা, থানা-সিরাজদিখান, জেলা-মুন্সিগঞ্জকে একই তারিখে বেলা ১১.০৫ মিনিটের সময় তার শ্বশুর বাড়ী হইতে গ্রেফতার করা হয়। আসামীর স্বীকারোক্তি ও দেখানো মতে তার নিকট হইতে চুরি যাওয়া নগদ ৫ লক্ষ টাকা উদ্ধার করে। পরবর্তীত ২ জন আসামীর দেওয়া তথ্যমতে বরিশাল জেলার আগৈলঝাড়া থানার উত্তর চাঁদসিরা এলাকায় অভিযান পরিচালনা করা হয় কিন্তু আসামী বাসা হতে পূর্বেই বাসা হতে পালিয়ে যায়। তার বাসা হতে চুরি যাওয়া আরো নগদ ৫ লক্ষ টাকা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জনা যায় আসামীরা দীর্ঘ প্রায় ১৭ বছর ধরে এই পেশার সাথে জড়িত তারা ঢাকা, গাজীপুর, নরসিংদী, নারায়নগঞ্জ জেলা সহ দেশের বিভিন্ন জেলায় চুরি করে থাকে। মুলত আসামীরা সরকারী পোষ্ট অফিস, ব্যাংকে বয়স্ক লোকদের টার্গেট করে থাকে। আসামীদের বিরুদ্ধে একই ধরনের অপরাধে গাইবান্ধা জেলা সহ বিভিন্ন জেলায় একাধিক মামলা রয়েছে। আসামী ফারুক এর বিরুদ্ধে গাইবান্ধা এর গোবিন্দগঞ্জ থানার মামলা নং-১১, তারিখ- ১৪ ডিসেম্বর, ২০০৬; জি আর নং-৩৩৬, ধারা- ৩৭৯/৪১১ পেনাল কোড-১৮৬০ রয়েছে।

(ডিসি/এসপি/মার্চ ১৬, ২০২২)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test