E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বোয়ালমারীতে ফসলি জমি থেকে মাটি কাটার মহােৎসব!

২০২২ মার্চ ১৭ ১৮:১০:৪৫
বোয়ালমারীতে ফসলি জমি থেকে মাটি কাটার মহােৎসব!

কাজী হাসান ফিরোজ, বোয়ালমারী : ফরিদপুরের বোয়ালমারী উপজেলার বিভিন্ন গ্রামে ফসলি জমি থেকে মাটি কাটার মহোৎসব শুরু হয়েছে। উপজেলার ময়না ইউনিয়নের বানিয়ারি গ্রামের গাউস মিয়ার জমি থেকে ভেকু দিয়ে মাটি কেটে ট্রাকে করে নিতে দেখা যায়। এলাকার একটি প্রভাবশালী মহলের যোগসাজশে ওই মাটি অবৈধভাবে ইটভাটাসহ বিভিন্ন ব্যাক্তির কাছে১২০০ টাকা দরে প্রতি ট্রাক বিক্রি করছেন বলে জানা যায়।

সরেজমিনে গিয়ে দেখা যায়, বুধবার (১৭ মার্চ) জনৈক নান্নু মোল্যা ভেকু দিয়ে মাটি কেটে ট্রাকে তুলছে। এসময় তাকে জিজ্ঞেস করলে তিনি বলেন, গাউস মিয়ার জমিতে পুকুর খনন করে দেওয়ার শর্তে আমি মাটি কেটে নিয়ে যাচ্ছি। প্রতি ট্রাক মাটি ১২০০ টাকা দরে বিভিন্ন ইট ভাটায় ও বিভিন্ন ব্যাক্তির কাছে বিক্রি করছি।একই স্থান থেকে ৩০০ বা৪০০ গজ দৃরে নজরুল সিকদারের ফসলি জমি থেকে ভেকু দিয়ে মাটি খনন করে ট্রাকে ভরে বিভিন্ন ইট ভাটায় বিক্রি করছেন ময়না গ্রামের মাটি ব্যবসায়ি সজীব মোল্লা।

এ ব্যাপারে মাটি ব্যবসায়ি সজীব মোল্লা বলেন, এক বছরের জন্য আমাদের মাটি কাঁটার সমিতি করা হয়েছে। মাটি কাটার কোন অনুমতি নেওয়া হয় নাই, আমাদের মাটি কাটার সমিতির সভাপতি ও সধারণ সম্পাদক শ্যামল কুমার সাহা ও বাবলু মিয়া অনুমতি নেওয়া জন্য স্থানীয় প্রশাসনের সাথে যোগাযোগ করছেন । বোয়ালমারী উপজেলা নির্বাহী অফিসার মো: রেজাউল করিম বলেন, মাটি কাটার বিষয়ে খোঁজ নিয়ে ব্যবস্থা গ্রহন করছি।

ফসলি জমি সহ বিভিন্ন খাল ও পতিত জমি থেকে মাটি খেকোদের রাখঢাক বিহীন বেপরোয়া ভাবে মাটি কাটার দৃশ্যে মনে হয় উপর মহলের সাথে তাদের কোন গোপন চুক্তি হয়েছে।

(কেএফ/এসপি/মার্চ ১৭, ২০২২)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test