E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শীতলক্ষ্যা নদীতে লঞ্চডুবিতে নিহত ৫

২০২২ মার্চ ২০ ১৬:৪৭:১২
শীতলক্ষ্যা নদীতে লঞ্চডুবিতে নিহত ৫

মোঃ শান্ত, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে লঞ্চডুবির ঘটনায় এখন পর্যন্ত ৫ জনের মরদেহ উদ্ধার করেছে  ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল। এরমধ্যে একজন বৃদ্ধ, তিনজন নারী ও একজন শিশু রয়েছে। 

আজ রবিবার (২০ মার্চ) দুপুরে চর সৈয়দপুরের আল আমিননগর এলাকায় শীতলক্ষ্যা নদীতে রূপসী-৯ নামের পণ্যবাহী জাহাজের ধাক্কায় মুন্সিগঞ্জগামী এম এম আশরাফ উদ্দিন নামের একটি যাত্রীবাহী লঞ্চডুবির ঘটনা ঘটে।

এ ঘটনায় ১৫-২০ জনের মতো সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও বাকিরা নিখোঁজ রয়েছেন। তবে লঞ্চে কতজন যাত্রী ছিলো তাৎক্ষণিকভাবে নির্দিষ্ট করে জানা যায়নি।

খবর পেয়ে ঘটনাস্থলে দিকে গিয়ে নৌ পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা যৌথভাবে উদ্ধার অভিযান পরিচালনা করছে। তবে লঞ্চডুবির ঘটনায় নিখোঁজের সঠিক সংখ্যা এখনও জানা যায়নি৷ প্রত্যক্ষদর্শীরা বলছেন, অন্তত ৩০ জন যাত্রী এখনও নিখোঁজ রয়েছেন৷

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন জানান, মরদেহ আমাদের হেফাজতে রয়েছে। এদের মধ্যে তিনজন নারী ও এক শিশু রয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। নিখোঁজ সবাইকে না পাওয়া পর্যন্ত আমাদের উদ্ধার অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

(এস/এসপি/মার্চ ২০, ২০২২)

পাঠকের মতামত:

০৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test