E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে কক্সবাজারে বই বিতরণ 

২০২২ মার্চ ২১ ১৫:০৭:১৮
বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে কক্সবাজারে বই বিতরণ 

উত্তরাধিকার ৭১ নিউজ ডেস্ক : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষ্যে কক্সবাজারে কবি মানিক বৈরাগীর উদ্যোগে বই বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

গতকাল রবিবার বিকেলে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি মিলনায়তনে এই বই বিতরণ অনুষ্টানের আয়োজন করা হয়।

বই বিতরণ অনুষ্টানে কক্সবাজার জেলার বেসরকারি পাঠাগারগুলোকে বই দেওয়া হয়। অনুষ্টানে চকরিয়ার পহরচাঁদা পাঠাগার, রামু উপজেলার জ্ঞানান্বেষণ পাঠাগার, সাহিত্যঘর গণগ্রন্থাগার, আঁধারমানিক পাঠাগার, জ্ঞান পাঠাগার, বীর প্রতীক আলহাজ্ব এস এম নূরুল হক গণগ্রন্থাগার বাংলাবাজার ও দক্ষিণ মিঠাছড়ি আদর্শ পাঠাগারের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অনুষ্টানে স্বাগত বক্তব্যে কবি মানিক বৈরাগী বলেন, বিশ্বে যখন প্রযুক্তির টালমাটাল অবস্থা, শিশু-কিশোররা যখন প্রযুক্তির মারাত্মক থাবায় পড়েছে ঠিক সে সময়ে গ্রামীণ পর্যায়ে পাঠাগার কর্মীরা বই আন্দোলন করে যাচ্ছে। তাদেরকে কিছু বই দিতে পেরে আনন্দ লাগছে।

এদিকে বই বিতরণ অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক আ ক ম গিয়াস উদ্দিন, বিশেষ অতিথি অধ্যাপক সুকুমার দত্ত। মোট ছয়টি পাঠাগারকে ষাট হাজার টাকা মূল্যমানের বই বিতরণ করা হয়।

বই বিতরণে বই সরবরাহ করে সহযোগিতা করেছেন প্রকৃতি প্রকাশনী, কবি - সম্পাদক সৈকত হাবিব, অধ্যাপক আ ক ম গিয়াস উদ্দিন, কবি চৌধুরী ফাহাদ, শামীম আকতার, সায়্যিদ মঞ্জু ও মার্জিয়া বেগম, শিপ্ত বড়ুয়া।

বই বিতরণ শেষে কক্সবাজার জেলার সকল পাঠাগার নিয়ে বেসরকারি গণগ্রন্থাগার পরিষদ নামে একটি আহবায়ক কমিটি গঠন করা হয়। শোয়াইবুল ইসলামকে আহবায়ক ও শিপ্ত বড়ুয়াকে সদস্য সচিব করে সাত সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়।

(বিজ্ঞপ্তি/এসপি/মার্চ ২১, ২০২২)

পাঠকের মতামত:

১৮ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test