E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শেখ হাসিনা ডিজিটাল বাংলার জননী : নিক্সন চৌধুরী

২০২২ মার্চ ২১ ১৬:০৫:৫৩
শেখ হাসিনা ডিজিটাল বাংলার জননী : নিক্সন চৌধুরী

ইকবার মাহমুদ হিরু, সদরপুর : ফরিদপুর ৪ আসনের সাংসদ ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেছেন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়তে চাই। তিনি বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বেদেশ ও জাতি এগিয়ে চলছে ও উন্নয়ন অব্যহত থাকবে। এদেশের প্রতিটি নাগরিককে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য ঐক্যবদ্ধ হতে হবে।

আজ সোমবার সদরপুর থানার আয়োজনে ডিজিটাল থানা হিসেবে সিসিটিভি মনিটরিং সিস্টেমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথিন বক্তব্যে তিনি এ কথা বলেন।

ফরিদপুর জেলা পুলিশের তত্তাবধানে সদরপুর থানার আয়োজনে ডিজিটাল থানা হিসেবে সিসিটিভি মনিটরিং সিস্টেমের উদ্বোধন করা হয়। মাদক, জঙ্গিবাদ, চুরি, ডাকাতি ইভটিজিংসহ নানা অপরাধ দমনে উপজেলার গুরুত্বপূর্ন স্থানে মোট ১৩৫টি সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে।

সোমবার দুপুরে থানা চত্ত্বরে জেলা পুলিশ সুপার মোঃ আলিমুজ্জামান বিপিএম সেবার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উদ্বোধন করেন ফরিদপুর-৪ আসসের সংসদ সদস্য ও আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন।

এ সময় অন্যন্যাদের মাঝে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তারেক মাহমুদ, অতিরিক্ত পুলিশ সুপার ভাংগা সদরপুর সার্কেল ফাহিমা কাদের চৌধুরী, সহকারি কমিশনার (ভূমি) জিয়াউর রহামন, সদরপুর থানা অফিসার ইনচার্জ সুব্রত গোলদার প্রমুখ । এ সময় উপস্থিত ছিলেন, উপজেলার ৯টি ইউনিয়নের জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।

(আই/এসপি/মার্চ ২১, ২০২২)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test