E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নগরকান্দায় কে এম ওবায়দুর রহমানের ১৫তম মৃত্যুবার্ষিকী পালিত

২০২২ মার্চ ২১ ১৮:২৮:২৫
নগরকান্দায় কে এম ওবায়দুর রহমানের ১৫তম মৃত্যুবার্ষিকী পালিত

প্রসেনজিৎ বিশ্বাস, নগরকান্দা : ফরিদপুরের নগরকান্দা উপজেলায় যথাযোগ্য মর্যাদার মধ্যে দিয়ে আজ সোমবার সকাল ৭ ঘটিকার সময় লস্করদিয়া ইউনিয়নের লস্করদিয়া গ্রামের সিংহ পুরুষ মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বাংলাদেশের অন্যতম রাজনৈতিক ব্যক্তিত্ব  জননেতা প্রয়াত কে এম ওবায়দুর রহমানের ১৫ তম মৃত্যুবার্ষিকী উদযাপিত হয়েছে । 

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের তৃতীয় মহাসচিব ও সাবেক মন্ত্রী। তিনি ১৯৭০ সালের নির্বাচনে পাকিস্তান জাতীয় পরিষদের সদস্য নির্বাচিত হন। ১৯৭১ সালের অসহযোগ আন্দোলন এবং মুক্তিযুদ্ধে তিনি উল্লেখযোগ্য ভূমিকা রাখেন। বাংলাদেশের প্রথম, দ্বিতীয়, সপ্তম ও অষ্টম জাতীয় সংসদের সংসদ সদস্য ছিলেন। বর্ষীয়ান এ নেতা ২১ মার্চ ২০০৭ সালে বাংলাদেশের ঢাকার অ্যাপোলো হাসপাতালে মৃত্যুবরণ করেন। তাকে ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলা লস্করদিয়া গ্রামে সমাহিত করা হয়। (নগরকান্দা-সালথা) উপজেলা বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা কে এম ওবায়দুর রহমানের কন্যা শামা ওবায়েদ এর সম্মনয়ে প্রয়াত জননেতা কে এম ওবায়দুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন ।

লস্করদিয়া ইউনিয়ন পরিষদের বার বার নির্বাচিত সফল চেয়ারম্যান হাবিবুর রহমান বাবুল তালুকদার তার নিজ বাড়িতে সকাল ৬ : ৩০ ঘটিকার সময় প্রয়াত জননেতা কে এম ওবায়দুর রহমানের ১৫ তম মৃত্যুবার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা এবং তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করেন । পরে লস্কর দিয়া ইউনিয়ন পরিষদের সদস্যদের নিয়ে প্রয়াত জননেতা কে এম ওবায়দুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে এবং (নগরকান্দা-সালথা) উপজেলা বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠন , এবং শামা ওবায়েদ এর সম্মুনয়ে কে এম ওবায়দুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাতে অংশ নেন । পরিশেষে শামা ওবায়েদ ইসলাম রিংকু (নগরকান্দা-সালথা ) উপজেলা বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দকে কে এম ওবায়দুর রহমানের ১৫ তম মৃত্যুবার্ষিকীত উপস্থিত হওয়ার জন্য কৃতজ্ঞতা স্বীকার করে ধন্যবাদ জানান ।

(পিবি/এসপি/মার্চ ২১, ২০২২)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test