E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রুবেল বরকতের ১২ বাসে আগুনের ঘটনায় গ্রেফতার ৩

২০২২ মার্চ ২১ ১৮:৪৬:০২
রুবেল বরকতের ১২ বাসে আগুনের ঘটনায় গ্রেফতার ৩

দিলীপ চন্দ, ফরিদপুর : ফরিদপুর জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা পুলিশ এর উদ্যোগে ফরিদপুর জেলায় কর্মরত সাংবাদিকদের  সাথে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। 

আজ সোমবার বিকাল ৪ টায় অনুষ্ঠিত এই প্রেস বিফিং অনুষ্ঠানে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন জেলা অতিরিক্ত পুলিশ সুপার মো: জামাল পাশা।

প্রেস ব্রিফিংয়ে দুই হাজার কোটি টাকার মানি লন্ডারিং মামলায় জব্দকৃত আলামত বাস পোড়ানোর ঘটনায় জড়িত আসামিদের গ্রেপ্তার বিষয়ে বিভিন্ন তথ্য জানানো হয়।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও তদন্ত) ইমদাদ হোসেন, জেলা বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ হেলাল উদ্দিন ভূঁইয়া, সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার, সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, গত ১২ মার্চ তারিখে শহরের গোয়ালচামট বিদ্যুৎ অফিসের বিপরীতে বরকত মন্ডলের বাস গ্যারেজে দুর্বৃত্তরা প্রবেশ করে বারোটি বাসে আগুন ধরিয়ে দেয়। ওইদিনই কোতয়ালী থানায় পুলিশ পরিদর্শক মোঃ আব্দুল গফফার বাদী হয়ে একটি মামলা (মামলা নাম্বার-৪০, জি আর ২১৮/২০২২ তারিখ-১২/০৩/২০২২ ধারা-৪৭৭/৪৩৫/৪২৭) দায়ের করেন। আজ সেই মামলার সূত্র ধরে শহরের হেলিপোর্ট বাজার হতে (ক) জহরুল ইসলাম জনি, পিতা- রফিকুল ইসলাম (খ) পারভেজ মৃধা, পিতা- মৃত সোরাফ মৃধা, উভয় ঠিকানা পশ্চিম গোয়ালচামট ০২ নম্বর সড়ক, সদর, ফরিদপুর (গ) মোহাম্মদ আলী, পিতা- শেখ আবদুল হাকিম পশ্চিম খাবাসপুর সদর ফরিদপুর কে গ্রেপ্তার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে আজ তাদেরকে জেলহাজতে পাঠানো হয়েছে। উল্লেখ করা যেতে পারে

১২ মার্চ তারিখে আলোচিত রুবেল বরকতের ১২ টি বাসে আগুন দেয়ার সূত্র ধরে কোতয়ালী থানার পুলিশ বাদী মামলায় এই আসামিদের গ্রেপ্তার করা হয়েছে।

আসামিদের স্বীকারোক্তি অনুযায়ী মানিলন্ডারিং মামলায় জব্দকৃত বাসগুলো ইন্স্যুরেন্সের ক্ষতিপূরণ ও ব্যাংক লোনের দায় হইতে অব্যাহতি পাওয়ার কারণে এ ঘটনা ঘটিয়েছে বলে প্রেস ব্রিফিংয়ে এ জানানো হয় ।

(ডিসি/এসপি/মার্চ ২১, ২০২২)

পাঠকের মতামত:

২০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test