E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘ভাঙ্গা আর ভাঙ্গা নেই, ভাঙ্গা এখন সিঙ্গাপুর’

২০২২ মার্চ ২১ ২০:২৬:৪৬
‘ভাঙ্গা আর ভাঙ্গা নেই, ভাঙ্গা এখন সিঙ্গাপুর’

দিলীপ চন্দ, ফরিদপুর : ভাঙ্গা আর ভাঙ্গা নেই ভাঙ্গা  এখন সিঙ্গাপুর বলে মন্তব্য করেছেন ফরিদপুর-৪ আসনের আলোচিত সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন।

২১ মার্চ (সোমবার) ৬ টার সময় ভাঙ্গা উপজেলার কাউলিবেড়া ইউনিয়নের এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এই সময়ে তিনি বলেন ভাঙ্গা এখন সারা বাংলাদেশর মধ্যে সবচেয়ে উন্নত উপজেলা। ঢাকাসহ বিভিন্ন অঞ্চলের মানুষ ভাঙ্গার রাস্তা দেখতে আসে।

তিনি এ সময় আরো বলেন, ভাঙ্গার নুরুল্লাগঞ্জ ইউনিয়ন ২৪০ কোটি টাকা ব্যয়ে নির্মিত হবে বঙ্গবন্ধু আন্তর্জাতিক মান মন্দির। এই মান মন্দির দেখার জন্য বিদেশ থেকে মানুষ আসবে। এছাড়া ভাঙ্গায় ১৬০ কোটি টাকা ব্যয়ে নির্মিত হবে রেলওয়ে স্টেশন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট শামসুল হক ভোলা মাস্টার, উপজেলা চেয়ারম্যান এস.এম হাবিবুর রহমান, সদরপুর উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান, ফরিদপুর জেলা যুবলীগের আহ্বায়ক জিয়াউল আহসান মিঠু, সদস্য খন্দকার ওবায়দুর রহমান, জেলা পরিষদ সদস্য শাহীনুর ইসলাম ভাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফাইজুর রহমান, আওয়ামীলীগ নেতা অ্যাপোলো নওরোজ ফকির প্রমুখ।

(ডিসি/এএস/মার্চ ২১, ২০২২)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test