E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সব বিদ্যালয়ে প্রশিক্ষকের মাধ্যমে আবৃত্তি ক্লাস চালুর জোর দাবি

২০২২ মার্চ ২২ ১৭:৫৭:৪২
সব বিদ্যালয়ে প্রশিক্ষকের মাধ্যমে আবৃত্তি ক্লাস চালুর জোর দাবি

গৌরাঙ্গ দেবনাথ অপু, ব্রাহ্মণবাড়িয়া : আবৃত্তিকে স্থায়ীভাবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে দেশের সব প্রাইমারী ও মাধ্যমিক বিদ্যালয়ে 'প্রশিক্ষক' নিয়োগের মাধ্যমে অবিলম্বে আবৃত্তির ক্লাশ শুরু করার জোর দাবী জানিয়েছেন কবিতা শিল্পের সঙ্গে জড়িত সংস্কৃতিকর্মীরা।

বিশ্ব কবিতা দিবস পালন উপলক্ষে ভার্চ্যুয়ালি এক টকশোতে অংশ নিয়ে বক্তারা সরকারের কাছে এ দাবী জানান। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থেকে প্রচারিত দর্শকনন্দিত নিউজ পোর্টাল নবীনগরের কথার আয়োজনে সোমবার রাতে দুঘন্টা ধরে চলা প্রাণবন্ত ওই ভার্চুয়াল টকশোটি অনুষ্ঠিত হয়।

নবীনগরের কথার ১২৪তম পর্বে বিশ্ব কবিতা দিবসে অনুষ্ঠিত ওই ভার্চুয়াল টকশোতে অংশ নেন বিশিষ্ট লেখক, গবেষক ও আবৃত্তিশিল্পী ড. আরশাদ হোসেন আসাদ, ভারতের কলকাতার বিশিষ্ট কবি ও আবৃত্তিশিল্পী অগ্নিশিখা ঝুমঝুম, ত্রিপুরার ধর্ম্মনগরের বিশিষ্ট বাচিক শিল্পী ও শিক্ষক নির্ঝর পাল, ব্রাহ্মণবাড়িয়ার তিতাস আবৃত্তি সংগঠনের সহকারী পরিচালক, আবৃত্তিশিল্পী বাছির দুলাল ও নবীনগরের তরুন আবৃত্তিশিল্পী পলক আহমেদ।

অনুষ্ঠান পরিকল্পনা ও সঞ্চালনায় ছিলেন নবীনগরের কথার সম্পাদক ও দৈনিক বাংলা ৭১ এর বিশেষ প্রতিনিধি গৌরাঙ্গ দেবনাথ অপু।

বক্তারা আবৃত্তির উন্নয়ন ও প্রসারে এই প্রথমবারের মতো গত ২৭ জানুয়ারি পাঁচদিনব্যাপী অনুষ্ঠিত 'বঙ্গবন্ধু জাতীয় আবৃত্তি উৎসব' এর ভূয়সী প্রশংসা করে সরকারকে ধন্যবাদ জানিয়ে বলেন,'পাঁচদিনের এই ঐতিহাসিক বঙ্গবন্ধু জাতীয় কবিতা উৎসব ও সারাদেশের ৫০ জন গুণী আবৃত্তিশিল্পী ও প্রশিক্ষককে বঙ্গবন্ধু শেখ মুজিব জাতীয় পদক প্রদান করে সরকার দেশের সাংস্কৃতিক অঙ্গণে নতুন এক ইতিহাস সৃষ্টি করেছেন। সেজন্য অনুষ্ঠানের উদ্বোধক বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আয়োজক সংগঠন বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।

ভার্চুয়াল ওই অনুষ্ঠানে মাসাধিককাল ধরে মারাত্মকভাবে অসুস্থ সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক, দেশের বিশিষ্ট আবৃত্তিশিল্পী হাসান আরিফের আশু রোগ মুক্তি কামনায় সকলের কাছে দোয়া চাওয়া হয়।

প্রসংগত, ১৯৯৯ সালে ২১ মার্চকে ইউনেস্কো বিশ্ব কবিতা দিবস হিসেবে ঘোষণা করে। এই দিবস পালনের উদ্দ্যেশ্য হল বিশ্বব্যাপী কবিতা পাঠ, রচনা, প্রকাশনা ও শিক্ষাকে মূলত উতসাহিত করা।

(জিডি/এসপি/মার্চ ২২, ২০২২)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test