E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কক্সবাজারে দুর্গাপূজার সার্বিক প্রস্তুতি শেষ

২০১৪ সেপ্টেম্বর ২৫ ১৬:৫৯:৪১
কক্সবাজারে দুর্গাপূজার সার্বিক প্রস্তুতি শেষ

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজার জেলায় এবার ২৫৮টি মণ্ডপে দুর্গাপূজা উদযাপনের সকল প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। ৩০ সেপ্টেম্বর শুরু হওয়া এ পূজা ৪ অক্টোবর প্রতিমা বিসর্জনের মধ্য শেষ হবে এ পূজা।

বৃহস্পতিবার সকালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কক্সবাজার জেলা পূজা উদযাপন পরিষদের নেতারা এ তথ্য জানান।

আয়োজিত সংবাদ সম্মেলনে পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট রণজিত দাশ জানান, কক্সবাজার জেলায় মোট ২৫৮ মণ্ডপের মধ্যে ১২৩ টি প্রতিমা, ১৩৫ টি ঘট পূজা মণ্ডপ। এর মধ্যে কক্সবাজার সদরে ৩৮টি প্রতিমা ও ২৭ টি ঘট পূজা মণ্ডপ। রামু উপজেলায় ১৭ টি প্রতিমা ও ৮ টি ঘট পূজা মণ্ডপ, চকরিয়ায় ৪০ টি প্রতিমা ও ৩১ টি ঘট পূজা মণ্ডপ, পেকুয়ায় ৬ টি প্রতিমা ও ৫ টি ঘট পূজা মণ্ডপ, মহেশখালীয় ১ টি প্রতিমা, ৩০ টি ঘট পূজা, উখিয়ায় ৪ টি প্রতিমা ও ৮ টি ঘট পূজা মণ্ডপ, টেকনাফে ৫ টি প্রতিমা মণ্ডপ রয়েছে।

ওই সময় জানানো হয়, ইতিমধ্যে সরকারিভাবে ২৯ মেট্রিক টন চাল বরাদ্দ দেয়া হয়েছে। পূজা চলাকালিন সময় প্রতিদিন সন্ধ্যা ৭ টা থেকে রাত ১২ টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ রাখার দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে সাধারণ সম্পাদক বাবুল শর্মা, সাংবাদিক প্রিয়তোষ পাল পিন্টু, দীপক শর্মা, বাপ্পী শর্মাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

(টিটি/এএস/সেপ্টেম্বর ২৫, ২০১৪)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test