E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নগরকান্দায় ওএমএস’র চাল জব্দ

২০২২ মার্চ ২৩ ১৬:৩১:৩৪
নগরকান্দায় ওএমএস’র চাল জব্দ

প্রসেনজিৎ বিশ্বাস, নগরকান্দা : ফরিদপুরের নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের গোয়াইলপোতা এলাকা থেকে মঙ্গলবার (২২ মার্চ) বিকেল ৪টার দিকে ওএমএসের চালসহ একজনকে আটক করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, ডাঙ্গীর ভবুকদিয়া এলাকা থেকে ওএমএসের ডিলার ইব্রাহিম জলিলের দোকান থেকে সরকারি চাল কৃষ্ণপুর বাজারে নিয়ে যাওয়া হচ্ছিল। এলাকাবাসী চালসহ ইজিবাইকটি আটক করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেতী প্রুকে খবর দেন।

এ বিষয়ে ডাঙ্গী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. বুলবুল সরদার বলেন, অভিযুক্ত ডিলার মো. ইব্রাহিম জলিল বর্তমান ইউপি চেয়ারম্যান কাজী আবুল কালামের ঘনিষ্ঠজন। কাজী আবুল কালামের সঙ্গে যোগসাজশে ইব্রাহিম বস্তা পরিবর্তন করে সরকারি চাল পাচার করেছে।

এ ব্যাপারে চাল বহনকারী ইজিবাইক চালক মো. সোহাগ শেখ চালের ডিলার ইব্রাহিমের ছোট ভাই বাবলু তার বাড়ি থেকে ওই চালগুলো ইজিবাইকে উঠিয়ে কৃষ্ণপুর বাজারে পৌঁছে দিতে বলেন। এগুলো সরকারি চাল কি না তা আমি জানি না।

তবে এ বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত ডিলার ইব্রাহিম জলিলের বাড়িতে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি। তার মোবাইল নম্বরে কল দিয়েও বন্ধ পাওয়া যায়। পরিবারের অন্য সদস্যরা এ বিষয়ে কোন মন্তব্য করতে রাজি হননি। এলাকাবাসীর অভিযোগ তিনি ঘটনার পর থেকে মোবাইল বন্ধ করে পালিয়ে আছেন।

এ বিষয়ে নগরকান্দা থানার উপ-পরিদর্শক (এসআই) তোফাজ্জেল হোসেন জাগো নিউজকে বলেন, জিজ্ঞাসাবাদের জন্য ইজিবাইক চালক সোহাগকে থানায় আনা হয়েছে। তদন্ত সাপেক্ষে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে ইউএনও জেতী প্রু বাংলা ৭১ এক সাক্ষাৎকারে বলেন, এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে চালগুলো জব্দ করা হয়। চালগুলো উপজেলা খাদ্য ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসিএলএসডির) জিম্মায় রাখা হয়েছে। তদন্তের পর এগুলো সরকারি চাল হলে সংশ্লিষ্ট ডিলারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

(পিবি/এসপি/মার্চ ২৩, ২০২২)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test