E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মদনে ১২টি পুজামণ্ডপে দুর্গোৎসবের প্রস্তুতি সম্পন্ন

২০১৪ সেপ্টেম্বর ২৫ ১৭:২৩:১৪
মদনে ১২টি পুজামণ্ডপে দুর্গোৎসবের প্রস্তুতি সম্পন্ন

মদন (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোণার মদন পৌরসভাসহ উপজেলার ৪টি ইউনিয়নের ১২টি পুজামণ্ডপে শারদীয় দুর্গোৎসব এর প্রতিমা রংয়ের কাজ শেষে আলোক সজ্জার কাজে ব্যস্ত নিজ নিজ পূজামণ্ডপ কমিটির সদস্যরা।

পূজামণ্ডপ গুলো হলো- ধর্মরায় , সুবিমল রায়, ফচিকা পালপাড়া বারোয়ারী, মদন সার্বজনীন, জাহাঙ্গীপুর বৈশ্যপাড়া সার্বজনীন , মদন বাজার সার্বজনীন , আরগিলা সার্বজনীন , কাইটাইল সার্বজনীন , বাড়রী সার্বজনীন , মনিকা সার্বজনীন , রানীহালা ও চত্রমপুর সার্বজনীন পূজামণ্ডপ। উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক শ্রী স্বপন কুমার পাল জানান, দূর্গোৎসবের প্রস্ততি সম্পন্ন , এবার শান্তিপূর্ণ পরিবেশেই দূর্গোৎসব চলবে। মদন থানার ওসি এস এম মফিজুল ইসলাম জানান, দূর্গাপূজা উপলক্ষ্যে কঠোর আইন-শৃঙ্খলা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

(এএমএ/এএস/সেপ্টেম্বর ২৫, ২০১৪)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test