E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

এফপিএবি ফরিদপুরের সেবাসমূহের অবহিতকরণ সভা 

২০২২ মার্চ ২৩ ১৮:৫৪:৩২
এফপিএবি ফরিদপুরের সেবাসমূহের অবহিতকরণ সভা 

দিলীপ চন্দ, ফরিদপুর : ‘সুলভ মূল্যে সেবা সবি, সবার জন্য এফপিএবি’ প্রতিপাদ্যকে সামনে নিয়ে এফপিএবি ফরিদপুর জেলা শাখা আজ বুধবার আয়োজন করে সেলফ কেয়ার এমআরএম সেবা বিষয়ক অবহিতকরণ সভা। ‘মুভমেন্ট এক্সিলারেটর গ্রান্ট’ প্রকল্পের সহায়তায় এফপিএবি মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন এফপিএবির জেলা কর্মকর্তা এ.কে.এম. শাহজাহান।

কোঅর্ডিনেটর মো. হাফিজুর রহমানের সঞালনায় সভায় আলোচনায় অংশগ্রহণ করেন মহিলা উন্নয়ন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালন মো. আরিফ, লাইট হাউস ফরিদপুরের ইনচার্জ মো. পলাশ খান, বিএফএফ এর ফারজানা আক্তার, পিএমইউএস এর সম্পাদক হিরুন নাহার, এফপিআই মো. আব্দুল আলীমসহ জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের রীনা আক্তার।

সভায় এমআরএম বিষয়ক পাওয়ার পয়েন্ট প্রজেষ্টেশন উপস্থাপন করেন এ.কে.এম. শাহজাহান। এফবিএবি ফরিদপুর শাখার কোঅর্ডিনেটর সীমা আক্তার এফপিএবির সামগ্রিক সেবাসমূহ তুলে ধরে বলেন এফপিএবিতে শুধুমাত্র যৌন ও প্রজনন স্বাস্থ্য সেবাই নয় বরং সাধারণ রোগের মানসম্মত চিকিৎসা সেবা ও পরীক্ষার সুযোগ রয়েছে। মো. আরিফ বলেন এফপিএবির আয়োজনে বিগত সময়ে নানা স্থানে চিকিৎসা ক্যাম্প পরিচালিত হতো। যা আগামীতেও অব্যাহত থাকবে মর্মে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

মো. পলাশ খান বলেন, লাইট হাউস আইসিডিডিআর, বির ব্যবস্থাপনায় ও গ্লোবাল ফান্ডের সহায়তায় এবং জাতীয় এইডস/এসটিডি প্রোগ্রাম এর সার্বিক তত্ত্বাবধানে দেশে এইচআইভি এইডস প্রতিরোধে কাজ করছে। প্রকল্পের আওতায় এইচআইভি এইডস পরীক্ষাটি শুধুমাত্র তৃতীয় লিঙ্গ এবং ঝুকিপূর্ন পুরুষ জনগোষ্টিদের মাঝে সীমাবদ্ধ। অথচ এফবিএবির এই সেবাটি সকলের জন্য উন্মুক্ত।

তিনি এ তথ্যটি সকলকে অবগত করতে এফপিএবিকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহবান জানান। এ.কে.এম. শাহজাহান বলেন বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতি (এফপিএবি)১৯৫৩ খ্রিষ্টাব্দে ডাক্তার হুমায়রা সাঈদ প্রতিষ্ঠা করেন যা দুটি উদ্দেশ্যকে সামনে নিয়ে তাদের কার্যক্রম শুরু করে। তিনি এফপিএবির মান সম্মত সেবা গ্রহণে সকলকে এগিয়ে আসার আহবান জানান।

(ডিসি/এসপি/মার্চ ২৩, ২০২২)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test