E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ঝিনাইদহ বইমেলায় সাড়া জাগালো আমেরিকা প্রবাসী মাসুদের বই

২০২২ মার্চ ২৩ ১৯:০৫:৪৭
ঝিনাইদহ বইমেলায় সাড়া জাগালো আমেরিকা প্রবাসী মাসুদের বই

অরিত্র কুণ্ডু, ঝিনাইদহ : ঝিনাইদহে সপ্তাহব্যাপী মুক্তির উৎসব ও সুবর্ণ জয়ন্তী বইমেলার পর্দা নামল আজ বুধবার। মেলা শুরু হয়েছিল গত ১৭ মার্চ। জেলা প্রশাসনের আয়োজনে শহরের ওয়াজির আলী স্কুল এ্যান্ড কলেজ চত্বরে মেলায় অংশ নেয় সরকারি-বেসরকারি ৫০টি স্টল। মেলায় আগত বইপ্রেমীদের আকৃষ্ট করে আমেরিকা প্রবাসী ও আমেরিকায় পুরষ্কারপ্রাপ্ত ঝিনাইদহের লেখক এম ইসলাম মাসুদের লেখা বই।

মেলায় অংশ নেওয়া সাহিত্য আসর-এর স্টলে পাওয়া গেছে প্রবাসী লেখকের 'রাহেলার নতুন বাড়ি আমেরিকায়', 'তোমায় ছুঁয়ে দিলাম', 'মেঘে ঢাকা চাঁদ', 'গুম', 'একটি মৃত্যু ও বোরকা', 'ভূত রহস্য', 'ধোপাঘাটা ব্রিজ', 'আছিয়া বেগমের একটি বছর'-বই। এম ইসলাম মাসুদের জন্ম ঝিনাইদহে।

লেখকের প্রথম উপন্যাস রাহেলার নতুন বাড়ি আমেরিকায় প্রকাশিত হয় ২০১৪ সালে। এই বইটির জন্য লসঅ্যাঞ্জেলেস জেসমিন খান ফাউণ্ডেশন তাকে ২০১৮ সালে শ্রেষ্ঠ লেখক হিসেবে অ্যাওয়ার্ড প্রদান করে। এম ইসলাম মাসুদ ১৯৮১ সালে জার্মানির পশ্চিম বার্লিনে পাড়ি জমান লেখাপড়া করার জন্য। তারপর আমেরিকায়। বর্তমানে তার বসবাস আমেরিকার এরিজোনা স্টেটের গেস্ননডেন শহরে। দীর্ঘদিন রিয়াল স্টেট ব্যবসার সঙ্গে তিনি জড়িত।

লেখকের ছোট ভাই কমিশনার তারিকুল ইসলাম তারিক জানান, ছোট এ মেলায় অল্পকিছু বই কালেকশন করেছিলাম। কিন্তু বইগুলি বিক্রি হয়ে যাবে এ ধারণা ছিল না।

জানা গেছে, বইপড়ুয়া পিতার বইয়ের প্রতি অসম্ভব ভালোবাসা থেকেই সাহিত্যের প্রতি তার অনুরাগ। স্কুলজীবনে দেয়াল পত্রিকা দিয়ে লেখালেখির হাতেখড়ি। লেখক এম ইসলাম মাসুদ ঝিনাইদহ সরকারি কে.সি. কলেজে পড়া অবস্থায় ঝিনাইদহ শহর কে ঘিরে একটি গন সঙ্গীত লেখেন। যার সুর করেছেন এখনকার জাতীয় শিল্পী মকলেছুর রহমান নীলু। এখনও ঝিনাইদহতে বিভিন্ন সংস্কৃতিক অনুষ্ঠানের পূর্বে ঝিনাইদহের সঙ্গীত শিল্পীরা সমবেত কন্ঠে সেই গানটি গেয়েই অনুষ্ঠান শুরম্ন করেন। সেই গানটির দুই লাইন "সবুজ সুন্দর এই বাংলার ছোট্ট শহর নবগঙ্গা নদীর তীরে পাগলা কানাই লালনের-ঝিনেদা শহর "এছাড়াও বতর্মান লেখকের অনেক আধুনিক গান ও দেশের লেখা গান।

এদেশের অনেক জাতীয় শিল্পীরা অডিও ক্যাসেট ও টিভির মাধ্যমে গেয়ে থাকেন। কলেজে পড়াকালীন সময়ে তার সম্পাদনায় ঝংকার নামে একটি সাহিত্য পত্রিকা প্রকাশিত হয়। ওই সময় বিচিত্রায় পাঠকের পাতায় নিয়মিত লেখা ছাড়াও কবিতা ও গল্প বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত হয়। লেখকের প্রথম উপন্যাস রাহেলার নতুন বাড়ি আমেরিকায় প্রকাশিত হয় ২০১৪ সালে। বইটি পাঠক সমাজে যথেষ্ঠ সমাদৃত হয়। এই বইটির জন্য লসঅ্যাঞ্জেলেস জেসমিন খান ফাউণ্ডেশন তাকে ২০১৮ সালে শ্রেষ্ঠ লেখক হিসেবে অ্যাওয়ার্ড প্রদান করে।

লেখক এম ইসলাম মাসুদ স্মৃতিচারণ করে বলেন-একবার আমরা ঝিনাইদহ থেকে বিটিভিতে 'হাটে মাঠে ঘাটে' নামে একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করি। ওই অনুষ্ঠানে আমার লেখা গীতিনৃত্যনাট্য প্রচারিত হয়-যৌতুক প্রথার বিরম্নদ্ধে। এটি
বেশ প্রশংসিত হয়।

এম ইসলাম মাসুদ আরও জানান, '১৯৮১ সালে আমি জার্মানির পশ্চিম বার্লিনে চলে আসি পড়ার জন্য। তারপর আমেরিকায়। দীর্ঘসময় আমার ভালোবাসার স্থান সাহিত্যাঙ্গে কোনো কাজ করতে পারিনি। ২০১৪ সালে আমার প্রথম উপন্যাস রাহেলার নতুন বাড়ি আমেরিকায়' প্রকাশিত হয়।

বর্তমানে লেখক এম ইসলাম মাসুদের বসবাস করেন আমেরিকার এরিজোনা স্টেটের গেনেজডেন শহরে। দীর্ঘদিন রিয়াল স্টেট ব্যবসার সাথে তিনি জড়িত।

(একে/এসপি/মার্চ ২৩, ২০২২)

পাঠকের মতামত:

৩০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test